For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বাংলাদেশ ম্যাচে কোন সেলেব কীভাবে সমর্থন করলেন

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৯ মার্চ : কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচে উত্তেজনার কোনও খামতি ছিল না। প্রথম দিকে খানিকটা থমকে থাকলেও রোহিত শর্মা ও সুরেশ রায়নার ব্যাটে ভর করে তিনশো রানের গন্ডী পার করে ভারত। ২২ গজে যখন একটু একটু করে সেমিফাইনালে যাওয়ার মঞ্চ তৈরি করছিল 'টিম ইন্ডিয়া' তখন একইরকমভাবে মাঠের বাইরে বলিউড সেলেবসরাও দেশে বসেই সমর্থন করে যাচ্ছিলেন। সমর্থন জানাতে তাঁরাও কারও চেয়ে কম যান না তা বুঝিয়ে দিয়েছেন বলি সেলেবসরা।

স্যোশাল নেটওয়ার্কিং সাইট টুইটারে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে সেলেবসরা ভারতের হয়ে গলা ফাটিয়ে গিয়েছেন। ফারহান আখতার থেকে অর্জুন রামপাল, সোফিয়া হায়াত থেকে বরুণ ধাওয়ান সবাই প্রাণ খুলে চেঁচিয়েছেন ভারতের হয়ে। এবার দেখে নেওয়া যাক কে কীভাবে টিম ইন্ডিয়াকে সমর্থন করে গিয়েছেন।

অর্জুন রামপাল

অর্জুন রামপাল

কাম অন ইন্ডিয়া। লেটস ডু ইট। অল দ্য বেস্ট।

আয়ুস্মান খুরানা

আয়ুস্মান খুরানা

এই মুহূর্তে রুবেল হোসেন ভারতের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে।

বোমান ইরানি

বোমান ইরানি

জাতীয় সঙ্গীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সারা বিশ্বের মতো ইরানি হাউসেও সবাই উঠে দাঁড়িয়েছে।

ফারহান আখতার

ফারহান আখতার

লক্ষ্যকে যে কোনও মূল্যেই ছুঁতে হবে। কাম অন ইন্ডিয়া।

জাভেদ আখতার

জাভেদ আখতার

যেই জিতুক কবিগুরু সবেতেই থাকবেন কারণ দুইদেের জাতীয় সঙ্গীত তাঁরই গাওয়া। যদিও ভারতের জন্য শুভেচ্ছা রইল।

জ্যাকি বাগনানি

জ্যাকি বাগনানি

আমাদের জয়ের ধারা অব্যাহত থাকুক। ইন্ডিয়া। ইন্ডিয়া।

কুনাল কোহলি

কুনাল কোহলি

রোহিত ও রায়না অসাধারণ।

প্রীতি জিন্টা

প্রীতি জিন্টা

রোহিতের অসাধারণ শতরান। কাম অন ইন্ডিয়া।

সোফিয়া হায়াত

সোফিয়া হায়াত

অসাধারণ খেলছে ভারত। কাম অন ইন্ডিয়া।

বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান

এবার রায়না এসে গেছে। বড় কিছু শট দেখতে পাব। এরপর আসবে ধোনি...

English summary
Ind Vs Ban: Check Out Bollywood Celebrities Cheering For India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X