For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জীবনের সেরা শিক্ষকদের শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায পোস্ট বলিউড তারকাদের

Google Oneindia Bengali News

আমাদের দেশে খুবই উৎসাহের সঙ্গে পালন করা হয় শিক্ষক দিবস। শিক্ষাবিদ, দার্শনিক ও দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষ্যে এই শিক্ষক দিবস পালন করা হয়। তিনি ভারতের শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, যিনি শুধুমাত্র আমাদের শিক্ষার গুরুত্বই বুঝিয়েছে তা নয়, বরং সমাজ, ধর্ম ও ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। ৫ সেপ্টেম্বর তাঁর জন্মদিন উপলক্ষ্যে দেশবাসী রাধাকৃষ্ণণের কথা স্মরণ করে নিজেদের জীবনের শিক্ষকদের শুভেচ্ছা জানাচ্ছেন। অমিতাভ বচ্চন, অজয় দেবগণ, কাজল, বরুণ ধাওয়ান সহ আরও অনেক বলিউড তারকারা নিজেদের শিক্ষকদের কথা স্মরণ করে তাঁদের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন।

জীবনের সেরা শিক্ষকদের শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায পোস্ট বলিউড তারকাদের

ভূমি পেডনেকার

শনিবার শিক্ষক দিবস উপলক্ষ্যে অভিনেত্রী ভূমি পেডনেকার তাঁর সব শিক্ষকদের সঙ্গে প্রকৃতিকেও শুভেচ্ছা জানান। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, '‌প্রত্যেক বছর শিক্ষক দিবস উপলক্ষ্যে আমি আমার সমস্ত শিক্ষকদের শ্রদ্ধা জানাই, যাঁদের অবদান রয়েছে আমার গোটা জীবন জুড়ে। কিন্তু এই বছর আমি তাঁদের সঙ্গে নিঃস্বার্থভাবে উল্লেখ করতে চাই যে প্রকৃতি আমার সবচেয়ে বড় শিক্ষক এবং আমার জীবনে দারুণ শিক্ষা দিয়েছে।'‌ পরিবেশপ্রেমী হিসাবে পরিচিত ভূমি লেখেন, '‌প্রকৃতি থেকে নম্র, সমবেদনাশীল ও যত্নশীল হতে শিখেছি।'‌

মনোজ বাজপেয়ী

শিক্ষক দিবস উপলক্ষ্যে অভিনেতা মনোজ বাজপেয়ী লেখেন, '‌আমি আমার সকল শিক্ষাগুরুকে প্রণাম জানাই, তাঁরা শুধু আমায় নম্বর, শব্দ বা বই পড়তেই শেখাইনি, আমায় প্রত্যেককে ভালোবাসতে এবং প্রত্যেক মানুষকে সম্মান করতে ও পৃথিবীকে মা হিসাবে গণ্য করতে শিখিয়েছেন। প্রণাম সবাইকে।'‌

আর মহাদেবন

অভিনেতা আর মহাদেবন শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, '‌অসাধারণ ও নিঃস্বার্থ কিছু শিক্ষকদের কারণে আজ আমি এই জায়গায় পৌঁছেছি। আমার ওপর তাঁদের আশীর্বাদ রয়েছে। আমার জীবনে থাকার জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।'‌

বিপাশা বসু

বিপাশা বসু শইক্ষক দিবসের একটি সুন্দর ছবি পোস্ট করে তাঁর সকল শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন।

শিল্পা শেঠি

শিল্পা শেঠি বলেন, '‌জীবনকে সঠিক আকারে নিয়ে এসেছেন যাঁরা তাঁদের জন্য একটা ধন্যবাদ যথেষ্ট কি?‌ আমাদের জীবনে শিক্ষকদের যে ভূমিকা রয়েছে তা শব্দে কোনোভাবেই বর্ণনা করা সম্ভব নয়। কিন্তু তাও আমি এই সুযোগ হাতছাড়া করব না। ধন্যবাদ আমার সকল গুরুকে। আমি সম্প্রতি আমার স্কুলে গিয়েছিলাম এবং ভাগ্যবশত আমার সঙ্গে আমার গুরুর ছবি রয়েছে। আমার প্রিয় রসায়ন শিক্ষিকা রাধা মিস, তিনি সর্বদা হাসিমুখে, ইতিবাচক মনোভাব নিয়ে আমাদের পড়াতেন। কিছুই বদলায়নি। হয়ত আমি তাঁর থেকেই হাসতে শিখেছি।'‌ শিল্পা তাঁর শিক্ষিকার সঙ্গে নিজের ছবি দিয়ে এই পোস্ট করেন।

অজয় দেবগণ

সকলে যখন নিজের নিজের শিক্ষককে এইদিনে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছেন, সেখানে '‌তানাজি'‌ অভিনেতা অজয় দেবগণ ক্যামেরাকে শিক্ষক দিবসের দিন কুর্নিশ জানিয়েছেন। ক্যামেরার সঙ্গে নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন, '‌এই শিক্ষক দিবসে, আমি কুর্নিশ জানাই ক্যামেরাকে। আমি সবসময় এটাই উপলব্ধি করি যে আমি এর পেছনে কাজ করছি, আমি সরটবদা নতুন কিছু শিখতে পারি। এটা চলতেই থাকছে।'‌

কঙ্গনা রানাওয়াত

বর্তমানে বলিউডে কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বিতর্কিত কঙ্গনা রানাওয়াতও ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। কঙ্গনা নিজের স্কুল জীবনের বার্ষিক অনুষ্ঠানের ছবি পোস্ট করে লেখেন, 'এটা আমার প্রথম শ্রেণীর বার্ষিক দিবস অনুষ্ঠানের দিন, আমরা পাহাড়ি নাট্টি করেছিলাম ও আমাদের শিক্ষকদের কাছ থেকে আমাদের পুরস্কৃত করা হয়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচুর দারুণ শিক্ষক আমার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছেন। শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই।'‌‌

English summary
Bollywood stars paid homage to the best teachers of their life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X