For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বলিউডে ' খান সাম্রাজ্য'-এর পতনের শুরু কি ২০১৮ থেকেই! বক্স অফিসে শাহরুখ-সলমনদের হাল কী

৯০ এর দশকের 'চিত্রহার' কিংবা 'সুপারহিট মুকাবলা' অনুষ্ঠানগুলিতে যাবতীয় কাউন্টডাউনে প্রথম সারিতে থাকত তাঁদের অভিনীত ফিল্মের গান।

  • |
Google Oneindia Bengali News

৯০ এর দশকের 'চিত্রহার' কিংবা 'সুপারহিট মুকাবলা' অনুষ্ঠানগুলিতে যাবতীয় কাউন্টডাউনে প্রথম সারিতে থাকত তাঁদের অভিনীত ফিল্মের গান। সেই সময়ে যেকোনও অ্যাওয়ার্ড শো মানেই তার সেরার তকমা জিতে নেবেন কোনও না কোনও খান। আর এই দৌড়ে সকলকে পিছনে ফেলে এগিয়ে ছিলেন কিং খান শাহরুখ। যাঁর চোখের চাউনি, ঠোঁট বাঁকাতেই গালে 'টোল' ফেলা হাসি.. সব কিছুতেই ঝড় উঠত নারী-হৃদয়ে। ছবিটা বেশ কয়েক বছর ধরে পাল্টাতে শুরু করেছে। একটা সময় নির্দিষ্ট ছবির ঘরানায় নিজেকে ধীরে ধীরে বেঁধে ফেললেন আমির। তবে সলমন, শাহরুখ চেনা গণ্ডিতেই নিজেকে ধরে রাখতে স্বচ্ছন্দ বোধ করলেন। কিন্তু ২০১৮ সাল এমনই একটা বছর, যেখানে বলিউডের সেরার তালিকায় থাকা তিন খানের ফিল্মই মুখ থুবড়ে পড়েছে। আর শাহরুখ, সলমনকে ঘরের মাঠে মাত দিলেন রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশলরা! এ নিয়ে বিতর্ক থাকতেই পারে, তার আগে দেখে নেওয়া যাক বক্স অফিসের পরিসংখ্যান।

'জিরো' পেল গোল্লা!

'জিরো' পেল গোল্লা!

দীপাবলি ছেড়ে ক্রিসমাসের মরশুমে স্ক্রিনে এলেন শাহরুখ। 'জিরো' ঘিরে আশায় বুক বাঁধছিলেন তাঁর ভক্তরা। কিন্তু ভক্তদের আশাহত করলেন কিং খান! সপ্তাহান্তে 'জিরো'র লাভে ৫৯.০৭ কোটি টাকা। যা কন্নড়ের আঞ্চলিক ছবির থেকেও কম অঙ্কের টাকা ঘরে তুলেছে। 'জব হ্যারি মেট সেজল', 'ফ্য়ান', 'হ্যাপি নিউ ইয়ার' এর পর ফের একবার হতাশ করলেন বলিউড বাদশা!

জিরো বনাম কেজিএফ

জিরো বনাম কেজিএফ

কন্নড় ফিল্ম 'কোলার গেল্ড ফিল্ডস' বা 'কেজিএফ' ২১ ডিসেম্বর 'জিরো' র সঙ্গেই মুক্তি পেয়েছে। কিন্তু এই আঞ্চলিক ভাষার ছবি তথা আনকোরা নায়ক যশও মাত দিলেন শাহরুখকে। কেজিএফ সপ্তাহান্তে ঘরে তুলেছে ৫৯.৬১ কোটি টাকা। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবসার রেকর্ড এই ফিল্মের নামে।

ঠগস অফ হিন্দোস্তান

ঠগস অফ হিন্দোস্তান

'দঙ্গল' এ আমিরের চমকপ্রদ অভিনয়ের পর 'ঠগস অফ হিন্দোস্তান' ঘিরে স্বপ্ন দেখছিলেন তাঁর ভক্তরা। এই ছবিতে বাড়তি পাওনা হিসাবে ছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু দুই তারকা অভিনেতার অভিনয়ও বাঁচাতে পারেনি 'ঠগস অফ হিন্দোস্তান ' এর ডুবন্ত জাহাজকে! ১৫১.১৯ কোটি টাকাই মাত্র বক্স অফিসের পরিসংখ্যানে এই ফিল্ম ধরে রাখতে পেরেছে।

[আরও পড়ুন;২০১৮ সালে নারী-হৃদয়ে ঝড় তুলেছেন ৫ বলিউড 'অভিনেতা'! দক্ষতার নিরিখে সেরার তালিকায় কারা]

রেস ৩

রেস ৩

ফের একবার 'ভাইজান ' কে নিয়ে ইজের মরশুমে স্বপ্ন দেখছিলেন সলমনের ফ্যানেরা। কিন্তু বলিউডের সুলতান এবারও হতাশ করলেন। 'রেস ৩' এই বছর বক্স অফিসে ১৬৬.৪০ কোটিতেই নিজের দৌড় থামিয়ে দিয়েছে! মাল্টিস্টারকাস্টের এই ফিল্ম ঘিরে রীতিমত হতাশ ভাইজান-শিবির।

নতুনদের উত্থান!

নতুনদের উত্থান!

২০১৮ সাল 'আমিরি' বাদশা-সুলতানদের নিয়ে খান-সাম্রাজ্যের পতন দেখলেও, উত্থান দেখেছে বহু গুণী অভিনেতারও। স্টারডমে খানদের থেকে বহু আলোকবর্ষ দূরে রয়েছেন ভিকি কৌশল, রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওরা। তবে '১৮ এ বক্স অফিসে ঝড় তুলেছেন এঁরাই। রণবীরের 'পদ্মাবত' থেকে রাজকুমারের 'স্ত্রী', আয়ুষ্মানের 'অন্ধাধুন' মন মজিয়েছে দর্শকের। পাশাপাশি বলিউডে পরিচিতি পেয়েছে ফিল্মের নতুন ঘরানা। যে ঘরানা চলচ্চিত্র থেকে ওয়েব ফিল্ম সর্বত্রই প্রকটভাবে দেখা দিতে শুরু করেছে।

English summary
In 2018 Combined force of Khans got defeated by newcomers in Box office.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X