আইফা ২০১৫ : টেকনিক্যাল পুরস্কার বিভাগের বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
বলিউডের সেরা ফিল্ম অ্যাওয়ার্ডগুলির অন্যতম আইফা ফিল্ম অ্যাওয়র্ড। কুয়ালালামপুরে চলছে এই জাঁতজমকপূর্ণ গ্ল্যামার অনুষ্ঠান।
নামি দামি শিল্পীদের পারফরম্যান্স ছাড়াও রয়েছে কাজে স্বীকৃতি জানিয়ে পুরস্কার ঘোষণা। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে টেকনিক্যাল বিভাগে বিজয়ীদের নাম। হায়দার, কিক, কুইন ছবি রয়েছে তালিকায়।

আসুন একঝলকে দেখে নেওয়া যাক কোন বিভাগে কে কে জিতলেন
স্পেশাল এফেক্ট (ভিজুয়াল) - প্রাইম ফোকাস-এর রূপাল রাওয়াল (কিক)
সেরা প্রোডাকশন ডিজাইন - সুব্রত চক্রবর্তী এবং অমিত রায় (হায়দর)
সেরা সাউন্ড ডিজাইনিং - শাহজিত কোয়েরি (হায়দর)
সেরা সাউন্ড রেকর্ডিং - এরিক পিল্লাই , তেরি গলিয়া... গানটির জন্য (এক ভিলেন)
সেরা মেক আপ - প্রীতিশীল সিং এবং ক্লোভার ওয়টন (হায়দর)
সেরা কস্টিউম ডিজাইন - ডলি আলুওয়ালিয়া (হায়দর)
সেরা সাউন্ড মিক্সিং - দেবজিৎ চাংমাই (হায়দর)
সেরা অ্যাকশন - পারভেজ শেখ এবং অ্যান্ডি আর্মস্ট্রং (ব্যাং ব্যাং)
সেরা কোরিওগ্রাফি - আহমেদ খান, জুম্মে কি রাত... গানটির জন্য (কিক)
সেরা স্ক্রিন প্লে - বিকাশ বহেল, চৈতালি পারমার, পারভেজ শেখ (কুইন)
সেরা ডায়লগ - অভিজিৎ যোশী এবং রাজকুমার হিরানি (পিকে)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর - বিশাল ভরদ্বাজ (হায়দর)
সেরা সিনেম্যাটোগ্রাফি - বিনোদ প্রধান (টু স্টেটস)
সেরা এডিটিং - অনুরাগ কাশ্যপ এভং অভিজিৎ কোকাটে (কুইন)