(ছবি) আইফা ২০১৫ : বলিউডের তিন খান-সহ যে ২৭ তারকারা অনুপস্থিত!
১৬ তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অর্থাৎ আইফা পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকাদের একটা বড় অংশই। কুয়ালামামপুরে ৩ দিন ধরে তারকাদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠিত হল আইফা।
১০ থেকে ২৫ মিলিয়ন ডলার খরচ করে আয়োজন করা হয়েছিল এই অ্যাওয়ার্ড নাইটের। কিন্তু প্রতিবছর বলিউডের পাশাপাশি হলিউডেরও বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী উপস্থিত থাকেন। কিন্তু এবছর হলিউডের একজন তারকাকেও আইফার মঞ্চে পাওয়া যায়নি।
হলিউড সেলেবদের মতো বলিউডের প্রথম সারি তারকাদের একটা বড় অংশই এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। অনেকে আবার ইচ্ছাকৃতভাবেই বাহানায় এড়িয়ে গিয়েছেন অনুষ্ঠান।
আসুন দেখে নেওযা যাক কোন কোন বলিউড তারকা অনুপস্থিত ছিলেন আইফা অনুষ্ঠানে এবং তাদের কারণগুলিই বা কী কী...

শাহরুখ খান
রোহিতের সঙ্গে দিলওয়ালের শুটিং শুরু করার আগে তাড়াতাড়ি 'রইস' ছবির শুটিংয়ের কাজ শেষ করতে হবে কিং খানকে। তাই আইফায় না গিয়ে কাজের দিকেই মনোনিবেশ করেছেন শাহরুখ।

সলমন খান
সম্প্রতি দুবাইতে আইবা অনু্ষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সলমন। এখন আবার কুয়ালালামপুর যেতে হলে সলমনকে আদালতের অনুমতি নিতে হবে। এদিকে সামনেই বজরঙ্গী ভাইজান-এর ট্রেলার মুক্তি পেতে চলেছে। তাই আর আইফা-র জন্য গেলেন না সলমন।

ঐশ্বর্য রাই
কোনওবছর আইফা বাদ দেন না ঐশ্বর্য। কিন্তু এবার জজবা ছবির কাজের চাপে আর আইফা-য় যাওয়া হল না অ্যাশের।

অমিতাভ বচ্চন
পিকু- ছবির স্ক্রিনিংয়ের জন্য রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা আছে বিগ বি। তাই আর এবার তাঁর আইফা যাওয়া হল না।

আমির খান
আমির সবসময়ই বলে এসেছেন তিনি কাজে বিশ্বাস করেন, পুরস্কারে নয়। আর তাই প্রায় কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই যান না তিনি। এবারও তার অন্যথা হয়নি।

সিদ্ধার্থ মলহোত্রা
কাপুর অ্যান্ড সনস ছবির জন্য আপাতত কাজে ব্যস্ত সিদ্ধার্থ। আর তাই এবার আইফা যাননি তিনি।

অক্ষয় কুমার
অক্ষয়ও নিজের ছবি- ব্রাদার, এয়ারলিফ্ট-এর কাজ নিয়েই ব্যস্ত তাই তিনি যাননি।

রণবীর কাপুর
রণবীর কাপুরও আইফা নাইটে অনুপস্থিত ছিলেন। তবে তিনি কেন যাননি সে বিষয়ে কিছু জানা যায়নি। যদিও বলিউড সূত্রের একাংশের মতে বম্বে ভেলভেট ছবির অসাফল্যই রণবীর অনুপস্থিত থাকার অন্যতম কারন।

আলিয়া ভট
আলিয়াও সিদ্ধার্থ ও ফওয়াদ খানের সঙ্গে কাপুর অ্যান্ড সনস ছবির কাজে ব্যস্ত বলেই আইফা-তে যাননি।

কঙ্গনা রানাউত
আমির খানের পথ অনুসরন করে কঙ্গনাও কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ক্যাটরিনা কাইফ
ফিতুর ছবির শুটিংয়ে এতই ব্যস্ত ক্যাটরিনা যে আইফা-য় উপস্থিত থাকার সময়টুকু বের করতে পারেননি তিনি।

সোনম কাপুর
বায়োপিক-এর শুটিংয়ের কাজে আপাতত ব্যস্ত সোনম। তাই আইফায় অনুপস্থিত তিনি।

সানি লিওনি
আপাতত একটি মামলা লড়ছেন সানি। আর সেই কারণেই সম্ভবত আইফা অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সানি।

বিদ্যা বালন
ইমরান হাসমির সঙ্গে হামারি অধুরি কাহানি ছবির প্রচার নিয়ে আপাতত ব্যস্ত বিদ্যা। আর সেই কারণেই আইফা গেলেন না তিনি।

শ্রীদেবী
শ্রীদেবী বলিউডের প্রবীন অভিনেত্রী। প্রত্যেক বছর স্বামী ও দুই মেয়ের সঙ্গে আইফায় যান। কিন্তু এবার কোনও কারন ছাড়াই না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

মাধুরী দীক্ষিত
ম্যাগি কাণ্ডে আপাতত বিপাকে মাধুরী। লড়তে হচ্ছে মামলাতেও। সেই কারণেই তিনি এবার অনুপস্থিত আইফায়।

করিনা কাপুর
উডতা পাঞ্জাব ছবির কাজ নিয়ে ব্যস্ত করিনা। আর তাই এবার আইফায় না যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

আদিত্য রায় কাপুর
ক্যাটরিনা কাইফের সঙ্গে ফিতুর ছবির শুটিংয়ে ব্যস্ত আদিত্য। আর তাই শ্রদ্ধার সঙ্গে আইফায় থাকা সম্ভব হয়নি আদিত্যর পক্ষে।

বরুণ ধাওয়ান
সামনেই মুক্তি পেতে চলেছে এবিসিডি ২। এই ছবির ভারতে প্রচার চালাচ্ছেন বরুণ। তাই তিনি আইফায় জাননি। অন্যদিকে বরুণের বিপরীতে কাজ করেছেন শ্রদ্ধা। শ্রদ্ধা মালয়শিয়ায় ছবির প্রচার চালাচ্ছেন।

ইমরান হাসমি
ইমরান হাসমিও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে খুব একটা বিশ্বাস করেন না। তাছাড়াও আগামী ছবি হামারি আধুরি কাহানি-র প্রচারেও ব্যস্ত থাকায় আইফায় অনুপস্থিত ইমরান।

সইফ আলি খান
রঙ্গুন ছবির আলোচনায় ব্যস্ত সইফ। আর সেই কারণ স্ত্রী করিনার মতো তিনিও অনুপস্থিত আইফায়।

জন আব্রাহাম
ওয়েলকাম ব্যাক ছবির সিকোয়েল নিয়ে ব্যস্ত জন। তাই সময়ের অভাবে আইফায় অনুপস্থিত জন।

প্রিয়াঙ্কা চোপড়া
আইফায় দিল ধড়েকনে দো ছবির গালা স্ক্রিনিংয়ে প্রিয়াঙ্কা উপস্থিত থাকলেও আইফা নাইটে কাজের জন্য অনুপস্থিত ছিলেন পিগি চপস।

অভিষেক বচ্চন
হেরাফেরি ৩ ছবির শুটিংয়ের জন্য ব্যস্ত অভিষেক স্ত্রী ঐশ্বর্যের মতো আইফায় অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

ইলিয়ানা ডিক্রুজ
ইলিয়ানাও অনুপস্থিত ছিলেন আইফা নাইটে। কিন্তু তার কারণ জানা যায়নি।

নার্গিস ফকরি
হলিউড ছবি স্পাই-এর জন্য সময় দিতে হচ্ছে নার্গিসকে। আর সেকারণেই অনুপস্থিত তিনি।

ইয়ামি গৌতম
ইয়ামি গৌতমও অনুষ্ঠানে অনুপস্থিত। তবে ইয়ামিরও কারণ জানা যায়নি।