For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনোরঞ্জন ইন্ডাস্ট্রিকে 'কর ছাড়' দেওয়া হোক, বাজেটের আগে দাবি এই তারকা অভিনেত্রীর

মনোরঞ্জনের ইন্ডাস্ট্রিকে এবার কর মুক্ত করা উচিত বলে মত পোষণ করেল অভিনেত্রী কাজল। তিনি চান, সরকার এই বিষয়টি নিয়ে আলোকপাত করুক।

  • |
Google Oneindia Bengali News

মনোরঞ্জনের ইন্ডাস্ট্রিকে এবার কর মুক্ত করা উচিত বলে মত পোষণ করেল অভিনেত্রী কাজল। তিনি চান, সরকার এই বিষয়টি নিয়ে আলোকপাত করুক। হিন্দুস্তান ইউনি লিভারের 'স্বচ্ছ আদত, স্বচ্ছ ভারত ' -এর প্রচারে গিয়ে এমনই দাবি করেছেন তিনি। এর আগে , তাঁকে প্রশ্ন করা হয় কেন্দ্রীয় বাজেট সেশন থেকে তিনি কী পেতে চান? আর তার জবাবেই এই দাবি করেছেন কাজল।

মনোরঞ্জন ইন্ডাস্ট্রিকে 'কর ছাড়' দেওয়া হোক, বাজেটের আগে দাবি এই তারকা অভিনেত্রীর

[আরও পড়ুন:পায়ে পায়ে ৪৫ দ্রাবিড়, জ্যামির জন্মদিনে শুভেচ্ছার ঢল নেটিজেনদের]

উল্লেখ্য,২০১৮ সালের বাজেটে ৩ লাখ পর্যন্ত করদাতাদের কর ছাড় দেওয়া হতে পারে বলে কানাঘুষো রটে। তারপর কাজলের এই দাবি ঘিরে বেশ শোগোল পড়েছে। এদিন, কাজলকে কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তিনি বলেন ,' এটি খুবই জটিল বিষয়। তবে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় , তাহলে বলব , মনোরঞ্জন সংক্রান্ত ইন্ডাস্ট্রিকে কর মুক্ত করা হোক।...' পরে কাজল জানান, যদিও গোটা বিষয়টিই নির্ভর করছে সরকারের ওপর।

মনোরঞ্জন ইন্ডাস্ট্রিকে 'কর ছাড়' দেওয়া হোক, বাজেটের আগে দাবি এই তারকা অভিনেত্রীর

[আরও পড়ুন:'স্পিরিট মদ' পান করে ফেলেছিলেন এই ৯ জন, তারপর যা হল ][আরও পড়ুন:'স্পিরিট মদ' পান করে ফেলেছিলেন এই ৯ জন, তারপর যা হল ]

এদিকে, স্যানিটারি ন্যাপকিনে কর ছাড় দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে, তার জবাবেও এই তারকা অভিনেত্রী জানান যে , গোটা বিষয়টিই নির্ভর করছে সরকারের ওপর।তবে দুধ, ভাত সহ বহু অত্যাবশ্যকীয় জিনিসেও কর যে লাগু রয়েছে সে কথা মনে করিয়ে দেন কাজল।

English summary
Actress Kajol feels that the entertainment industry should be made tax free, however, she wants to leave the judgment on the government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X