For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আত্মহত্যা করার কথা বহুবার ভেবেছিলাম', কেন এমন বললেন সুর-সম্রাট রহমান

ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র এ আর রহমান। শুধু দেশ নয়, আন্তর্জাতিক আঙিনাতেও তিনি বন্দিত হয়েছেন বহুবার। চরম সফল এই ব্যক্তিত্বও বহুবার ভেবেছিলেন নিজেকে শেষ করে দেওয়ার কথা।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র এ আর রহমান। শুধু দেশ নয়, আন্তর্জাতিক আঙিনাতেও তিনি বন্দিত হয়েছেন বহুবার। চরম সফল এই ব্যক্তিত্বও বহুবার ভেবেছিলেন নিজেকে শেষ করে দেওয়ার কথা। কিন্তু কেন? প্রশ্নের উত্তর দিয়েছেন এই তামিল সঙ্গীতজ্ঞ।

আত্মহত্যা করার কথা বহুবার ভেবেছিলাম, কেন এমন বললেন সুর-সম্রাট রহমান

রহমানের অনুমোদিত জীবনী, 'নোটস অফ আ ড্রিম: অ্যান অথোরাইজড বায়োগ্রাফি অফ এ আর রহমান' এর প্রকাশ অনুষ্ঠানে বহু অজানা তথ্য তুলে ধরলেন তিনি। রহমান জানান, '২৫ বছর বয়স পর্যন্ত আমি আত্মহত্যার কথা ভাবতাম। আমরা অনেকেই ভাবি আমরা সেরকম ভালো কিছু নই। ..' রহমান জানান, তাঁর বাবার মত্যুর পর থেকে বহু ঘটনা ঘটছিল। আর সেই সমস্ত ঘটনাবলী তাঁকে ভয় কাটিয়ে উঠতে সাহায্য করেছে পরে। রহমানের জীবনে পিতৃবিয়োগ আর তার পর সেই শূন্যস্থান
ঘিরে এক অদ্ভূত অসবাদ নেমে আসে। আর সেই থেকেই নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা আসে রহমানের মাথায়।

[আরও পড়ুন:বিরাটের জন্মদিনে শুভেচ্ছা বার্তায় কী বলে ফেললেন 'মিসেস কোহলি' অনুষ্কা ][আরও পড়ুন:বিরাটের জন্মদিনে শুভেচ্ছা বার্তায় কী বলে ফেললেন 'মিসেস কোহলি' অনুষ্কা ]

তহে অবসাদ একদিন রহমান কাটিয়ে উঠতে পেরেছিলেন। আর তা পেরেছিলেন সঙ্গীতের সাধনার মাধ্যমে। বিভিন্ন জায়গায় সঙ্গীত পরিচালনার কাজ পেতেই ধীরে ধীরে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। একটা সময় তামিল পরিচালক মনিরত্নমের সঙ্গে সঙ্গীত পরিচালনার কাজের সুযোগ পান তিনি। ভারতীয় চলচ্চিত্রে আসে 'রোজা'। এরপর আর ফিরে তাকাতে হয়নি রহমানকে। নিজের দাপটে গড়ে তোলেন খ্যাতির সাম্রাজ্য।

[আরও পড়ুন: বিয়ের পর দীপিকার বাড়িতে থাকবেন রণবীর! আসল ঘটনা কী ][আরও পড়ুন: বিয়ের পর দীপিকার বাড়িতে থাকবেন রণবীর! আসল ঘটনা কী ]

English summary
I Felt To Commit Suicide Until The Age Of 25,says AR Rahaman.Up until 25, I used to think about suicide. Most of us feel we are not good enough. Because I lost my father, there was this void... There were so many things happening. That in a way made me more fearless. Death is a permanent thing for everyone.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X