কামব্যাক প্রিয়দর্শনের, দর্শকদের ফের হাসাতে আসছে ‘হাঙ্গামা ২’
২০০৩ সালে প্রিয়দর্শন পরিচালিত 'হাঙ্গামা’, যা দেখে দর্শকের হাসতে হাসতে লুটোপুটি খেয়েছি, তার সিক্যুয়েল আসতে চলেছে। কমেডি ছবি 'হাঙ্গামা ২’–তে দেখা যাবে শিল্পা শেট্টি, পরেশ রাওয়াল, মিজান ও প্রণীতা সুভাষকে।

এই ছবির মধ্য দিয়েই বলিউডে আবার ফিরতে চলেছেন প্রিয়দর্শন। ২০১৩ সালে তাঁর শেষ ছবি ছিল 'রংরেজ’। হাস্য রসাত্মক এই ছবি আগামী বছরের স্বাধীনতা সপ্তাহে মুক্তি পাবে, তা হল ১৪ আগস্ট। 'হাঙ্গামা ২’ ছবির প্রথম পোস্টার শনিবার টুইটারে শেয়ার করেন শিল্পা শেট্টি। পোস্টারে চার শীর্ষ অভিনেতাদেরই দেখা গিয়েছে এবং লেখা রয়েছে 'অফুরন্ত বিভ্রান্তি।’ শিল্পা লিখেছেন, 'সকলের প্রিয় কমেডি ছবি হাঙ্গামা ২–তে অংশ নিতে পেরে আমি খুব খুশি। যিনি আমায় এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় করিয়েছিলেন সেই রতনজির সঙ্গে আবার কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। প্রিয়দর্শনজির সঙ্গে এই প্রথমবার কাজ করলাম।’
আসল 'হাঙ্গামা’–তে অভিনয় করেছিলেন অক্ষয় খান্না, পরেশ রাওয়াল, আফতাব শিবদাশানি এবং রিমি সেন। এই ছবিটিও যথেষ্ট পছন্দের চিল দর্শকদের।