'এদেশে পুরুষদের কেউ তো উত্যক্ত করতেই পারেন না'! কঙ্গনাকে তোপ দেগে কটাক্ষ হৃতিকের
ভারতে কেবলমাত্র মহিলাদেরই উত্তক্ত করা যায়, পুরুষদের যে কেউ উত্তক্ত করতে পারেন, সেই ভাবনা কারোর মনেই আসেনা.. কার্যত এমনই বার্তা ছুড়ে দিয়ে ফের একবার কঙ্গনা রানাওয়াতকে কটাক্ষে বিঁধলেন বলিউডের 'হার্টথ্রব' হৃতিক রোশন। ফিল্ম 'সুপার ৩০' এর প্রমোশনে পৌঁছে হৃতিক মুখ খোলেন একাধিক বিতর্কিত বিষয় নিয়ে।

কঙ্গনা প্রসঙ্গে হৃতিক
নাম না করে ফের একবার কঙ্গনা রানাওয়াত পর্ব প্রসঙ্গে মুখ খুলে হৃতিক বলেন, ' আক্রমণকে একটা নির্দিষ্ট ধৈর্য দিয়ে সামলানো যাবে। তার সঙ্গে জড়িয়ে গেলে চলবে না। এটা আমি বুঝেছি। আর আমি যদি আইনতভাবে লড়াইয়ের রাস্তায় নামী তাহলে আমি আবার আগ্রাসনের আওতায় চলে যাব। দুটি ফিল্মের সংঘর্ষের ক্ষেত্রে যদি নিজের প্রি ডিজাইনড ফিল্মকে সরিয়ে নিই ,তাহলে আবার আমি দুঃখী ,দুর্বলের তালিকায় চলে যাব। এসব নিয়ে চিন্তিত না হওয়াটাই শিখে গিয়েছি। '

কঙ্গনাকে 'দ্যাট লেডি' সম্বোধন!
এদিন নাম না করে কঙ্গনাকে আক্রমণ করেন হৃতিক। কটাক্ষের সুরে বলিউডের গ্রিক গড বলেন, 'কিছু মানুষ এই সার্কাসকে সমর্থন করেছেন ৬ বছর ধরে। এরকম কোনও আইনি মামলা নেই যা ওই মহিলা (কঙ্গনা) র বিরুদ্ধে আমি সরাসরি করেছি। তার একটাই কারণ, সাধারণত ভারতে কোনও পুরুষকে কেউ উত্যক্ত করতে পারেন না! '

'সুপার ৩০' ঘিরে বিতর্ক
হৃতিক-কঙ্গনা ইস্যু ছাড়াও সুপার থার্টি ঘিরে একাধিক বিতর্ক সামনে আসছে। এককালে কঙ্গনার ছবি 'কুইন ' এর পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। অন্যদিকে 'সুপার থার্টি' ছবিটি যাঁর জীবনের ওপর আধারিত সেই আনন্দ কুমারের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। সবমিলিয়ে বিতর্ককে সঙ্গে নিয়েই মুক্তি পেতে চলেছেন হৃতিকের 'সুপার থার্টি'।
[আরও পড়ুন:সাংবাদিকের সঙ্গে কঙ্গনার তুমুল ঝগড়া! আড়ালে কোন ঘটনা, ভাইরাল ভিডিও]
[আরও পড়ুন:তপসী পান্নুকে নিয়ে বিবাদে জড়ালেন রঙ্গোলি-অনুরাগ, কী বললেন কঙ্গনা?]