
একটা সময় এই বলিউড নায়ককেই বিয়ে করতে চেয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া! জানেন কে এই নায়ক
মনে পড়ে সেই হরমন বাওয়েজাকে। যাঁকে একসময়ে হৃতিক রোশনের লুক অ্যালাইক বলা হত। এমনকি চলায় বলায় সবেতেই হৃতিক রোশনের ছাপ স্পষ্ট ছিল। বাবা হ্যারি বাওয়েজার পরিচালনায় লাভ স্টোরি ২০৫০ কেরিয়ার শুরু করলেও খুব একটা বেশি এগোতে পারেননি তিনি। সেই হরমন বাওয়েজাকে এখন দেখলে চিনতে না পারারই কথা। সম্প্রতি মুম্বইয়ের একটি রেস্তরাঁর বাইরে তাঁকে লেন্সবন্দি করা হয়। সেই ছবিই এখন ভাইরাল ইন্টারনেটে।

সেই ছিপছিপে চেহারা আর নেই। বলিউড থেকে বিদায় নেওয়ার পর সম্ভবত ফিটনেস ও জিমকেও বিদায় জানিয়েছেন হরমন।
প্রথম ছবির পরই প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সরগরম হয় টিনসেল টাউন। সেই প্রেম বেশিদিন টেঁকেনি।

এরপর ছোট- খাট কয়েকটি ছবি করার পরই আরেক প্রথম সারির অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন হরমন। সেই সম্পর্কও খুব বেশিদিন স্থায়ী হয়নি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ঢিসকিঁয়াঁউ ছবিতে। এরপরই বলিউড থেকে হারিয়ে যান তিনি।