হৃতিকের কোন ঘটনার জন্য পাল্টে গিয়েছে সমীরার জীবন! অভিনেতার গোপন কাহিনি ফাঁস করলেন নায়িকা
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে হৃতিক রোশন অভিনীত 'সুপার থার্টি'। ছবিটি মুক্তি পেতেই তা রাতারাতি সুপারহিট হয়ে যায় বক্স অফিসে। এর আগে হৃতিকের সঙ্গে কঙ্গনার সম্পর্কে বিবাদে কার্যত জেরবার ছিলেন অভিনেতা। এবার বলিউডের আরও এক অভিনেত্রী মুখ খুললেন বলিউডের 'গ্রিক গড' হৃতিককে নিয়ে।

সমীরা অবশ্য হৃতিকের সুখ্যাতিই করেছেন! কোনো সম্পর্কের টানাপোড়েন, বা বিতর্কিত মন্তব্য নয়, সমীরারর মুখে উঠে এসেছে হৃতিকের চরিত্রের এক অজানা দিক। সমীরা জানান , কিভাবে এই সুপারস্টার তাঁকে সাহায্য করেছিলেন নিজের 'তোতলামি'র সমস্যা কাটয়ে তুলতে। সমীরা বলেন, ' আমার তোতলামির সমস্যার জন্য সকলের সামনে কথা বলতে আমার সমস্যা হত। আমি অডিশনে গেলেও ভাবতাম সকলে আমাকে নিয়ে কথা বলবে। সেই সময় , আমার সমস্যা হৃতিক লক্ষ্য করেছিলেন। খুব মিষ্টি ব্যবহারে আর যত্ন সহকারে আমাকে একটি বই দিয়েছিলেন হৃতিক। যে বইটি পড়ে আমার জীবন পাল্টে যায়। '
সমীরা জানান, সেই বইটি তাঁর জীবন ধীরে ধীর পাল্টে দেয়। নিজের ভয় কাটিয়ে উঠতে শুরু করেন অভিনেত্রী। এরপর তিনি স্পিচ থেরাপিস্টের সাহায্য নেন। সমীরা বলেন, ' আমি যে কী বলে হৃতিককে ধন্যবাদ জানাব..! আমার সঙ্গে এখনও বাইটা রয়েছে। '