তৈমুরের ঠোঁট ফুলিয়ে কান্না দেখে বিমানবন্দরে কী করলেন সইফ! ভাইরাল ভিডিও
বাবা সইফ ও মা করিনা কাপুর বড়পর্দার সুপারস্টার হলেও, সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ কয়েকদিন ধরেই সুপারস্টারের তকমা পেয়ে গিয়েছে নবাব পুত্র তৈমুর আলি খান। তৈমুরের একাধিক ভিডিও থেকে ছবি ক্রনাগত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার তারকা পুত্রের আরও একটি ভিডিও ইন্টারনেট কাঁপাতে শুরু করেছে।

কয়েকদিন আগেই দিল্লি বিমানবন্দরে বাবার হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটছিল ছোট্ট তৈমুর। তৈমুরকে দেখেই ক্যামেরা ম্যানদের ফ্ল্যাশবাল্বের ঝলকানি শুরু হয়ে যায়। তবে নবাব পুত্রের সেদিকে নজর ছিলনা। ঠোঁট ফুলিয়ে বিমানবন্দরে কান্নাকাটি শুরু রে তৈমুর। এরপরই ছেলেকে চুপ করাতে দেখা গেল বাবা সইফকে।
বাবা সইফ মুহূর্তে বসে পড়ে তৈমুরকে বোঝাতে শুরু করেন। আর কোনও মতে চোখের জল চেপে রাখা তৈমুরও বাবার কথা মতো ধীরে ধীরে চুপ করে যায়। এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হতেই তা তোলপাড় ফেলে দেয়।
যৌন আবেদনে এই দশকে সকলকে ছাপিয়ে গেলেন হৃতিক! কোন শিরোপা গ্রিক গডের