For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০ অরিজিনাল নিয়ে বাজিমাত হইচই–এর, শততম ছবি ‘‌টিকটিকি’‌ শীঘ্রই আসছে

১০০ অরিজিনাল নিয়ে বাজিমাত হইচই–এর, শততম ছবি ‘‌টিকটিকি’‌ শীঘ্রই আসছে

Google Oneindia Bengali News

ওটিটি প্ল্যাটফর্ম হইচই এবার সত্যিকারের হইচই ফেলে দিল। হইচই ১০০টি অরিজিনাল ওয়েব সিরিজের সীমা অতিক্রম করল। তাদের সাম্প্রতিক ওয়েব সিরিজটি হল '‌টিকটিকি’‌। সম্প্রতি হইচই ১০০টি অরিজিনাল উদযাপনের পাশাপাশি তাদের নতুন অরিজিনাল শো '‌টিকটিকি’‌র ঘোষণা করে।

একশোটি কনটেন্ট

একশোটি কনটেন্ট

২০১৭ সালে হইচইয়ের সূচনা পর্ব থেকে তারা তাদের নিজেদের কনটেন্ট দিয়ে দর্শকদের মন জয় করে এসেছে এবং ২০২২ সালে দাঁড়িয়ে বাংলার শীর্ষ স্ট্রিমিং হইচই নিজেদের ১০০টি আসল কনটেন্ট তৈরি করতে সফল হয়েছে। পরবর্তী ২ বছরে হইচই আরও ৬০টি অরিজিনাল নিয়ে আসার পরিকল্পনা করছে। হইচইয়ের অইজিনাল লাইব্রেরির কনটেন্ট বিশ্বজুড়ে ২৭ কোটির বেশি দর্শকের পছন্দের জায়গায় রয়েছে। এই কনটেন্টগুলি হিন্দিতেও ডাব করে হইচই ছাড়াও একাধিক প্ল্যাটফর্মের দর্শকদের মন জয় করেছে।

 ভারত–বাংলাদেশ মিলিয়ে ২৫টির বেশি শো

ভারত–বাংলাদেশ মিলিয়ে ২৫টির বেশি শো

প্রায় সাড়ে চার বছর হল হইচই লঞ্চ করেছে, এটাই প্রথম আঞ্চলিক ওটিটি প্ল্যাটফর্ম যা ১০০ অরিজিনাল অতিক্রম করেছে। ২০২১ সালে পঞ্চম বছরে পা দিয়েছে হইচই এবং এরই মধ্যে বাংলাদেশ ও ভারতের প্রায় ২৫টির বেশি শো এখানে ভবিষ্যতে যুক্ত হবে বলে জানা গিয়েছে। হ্যালো থেকে একেন বাবু, ব্যোমকেশ পর্ব থেকে তানসেনের তানপুরা অথবা চরিত্রহীন, প্রত্যেকটি শো দর্শকদের মন জয় শুধু করেনি, দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে শিখিয়েছে।

শততম ছবি ‘‌টিকটিকি’‌

এবার একশো অরিজিনালে একশোতম শো হতে চলেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের '‌টিকটিকি'‌। এই সিরিজের হাত ধরেই পরিচালক হিসেবে ওয়েবে ডেবিউ করছেন তিনি। আর হইচইয়ের এটি শততম ওয়েব অরিজিনাল ছবি। অ্যান্থনি শেফার লিখিত 'স্লিউথ' অবলম্বনে পরিচালক জোসেফ এল ম্যাংকাভিৎস বানান চলচ্চিত্র 'স্লিউথ'। তারই বাংলা রূপ হিসেবে '‌টিকটিকি'‌ শীর্ষক একটি নাটক মঞ্চস্থ করেন কৌশিক সেন। নাটকটিতে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কৌশিক সেন। এবার হইচই অরিজিনালসে আসছে এই নাটকটি। সৌমিত্র এবং কৌশিক সেনের মঞ্চে করা চরিত্র দু'টিতে এবার দেখা যাবে যথাক্রমে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে।

পরবর্তী দিনের পরিকল্পনা

পরবর্তী দিনের পরিকল্পনা

সৌম্য মুখার্জি, সিইও, হইচই, বলেছেন, '‌আঞ্চলিক এবং সেই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক ওটিটি স্পেসে আমরা হইচই-এর জন্য যে প্রতিক্রিয়া এবং ভালবাসা পেয়েছি তাতে আমরা অভিভূত। আমরা ধারাবাহিকভাবে গল্প সরবরাহ করতে সফল হয়েছি যা আমাদের ব্যবহারকারীদের সঙ্গে অনুরণিত হয়। প্রথম দিন থেকে আমরা আমাদের ব্যবহারকারীদের কথা শুনেছি এবং সাবধানে গল্প তৈরি করেছি যা তাঁরা দেখতে চান। আমরা ভারত ও বাংলাদেশের সেরা কিছু নির্মাতা এবং প্রতিভাদের সঙ্গেও সহযোগিতা করতে সক্ষম হয়েছি যারা আমাদের সমালোচনামূলকভাবে প্রশংসিত সামগ্রী তৈরি করতে সাহায্য করেছে। আমরা অন্তত ৬০টি নতুন অরিজিনাল রিলিজ করার পরিকল্পনা করছি যা বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই দেখা যাবে।'‌

'কাহানি ২’-র বিশেষ সফলতা না পাওয়ার জন্য নোটবন্দীই দায়ী! কী মন্তব্য করলেন বিদ্যা বালান 'কাহানি ২’-র বিশেষ সফলতা না পাওয়ার জন্য নোটবন্দীই দায়ী! কী মন্তব্য করলেন বিদ্যা বালান

English summary
hoichoi scores a century with its originals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X