For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হইচই' অ্যাপের রবীন্দ্র শ্রদ্ধার্ঘ, দেখা যাবে রবি ঠাকুরের 'ল্যাবরেটরি'

হইচই অ্যাপ তাঁদের নতুন এক ফিল্মের মাধ্যমে শ্রদ্ধার্ঘ জানাচ্ছে রবীন্দ্রনাথের প্রতি। রবি ঠাকুরের লেখা 'ল্যাবরেটরি' নিয়ে তৈরি হয়েছে নতুন ফিল্ম।

Google Oneindia Bengali News

হইচই অ্যাপ তাঁদের নতুন এক ফিল্মের মাধ্যমে শ্রদ্ধার্ঘ জানাচ্ছে রবীন্দ্রনাথের প্রতি। রবি ঠাকুরের লেখা 'ল্যাবরেটরি' নিয়ে তৈরি হয়েছে নতুন ফিল্ম। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে এই ফিল্ম স্ট্রিমিং হচ্ছে হইচইতে। কবিগুরুর লেখা ল্যাবোটরি-কে সেলুলয়েড বন্দি করে আজ থেকেই শুরু হয়েছে স্ট্রিমিং।

হইচই অ্যাপের রবীন্দ্র শ্রদ্ধার্ঘ, দেখা যাবে রবি ঠাকুরের ল্যাবরেটরি

হইচই অ্যাপের রবীন্দ্র শ্রদ্ধার্ঘ, দেখা যাবে রবি ঠাকুরের ল্যাবরেটরি

[আরও পড়ুন:বিয়ে নিয়ে সোনমকে কী বার্তা দিলেন অনুষ্কা! টুইটার পোস্ট 'পরী' অভিনেত্রীর ][আরও পড়ুন:বিয়ে নিয়ে সোনমকে কী বার্তা দিলেন অনুষ্কা! টুইটার পোস্ট 'পরী' অভিনেত্রীর ]

ছবিতে অভিনয় করছেন নন্দিনী ঘোষাল, অনির্বান ভট্টাচার্য, দর্শনা বণিত,রাজর্ষি দে। ছবিটি পরিচালনা করেছেন সৌমিক চট্টোপাধ্যায়। এসভিএফ-এর প্রোযজনার এই ছবিটি কেমনভাবে ওয়েবের পর্দায় তুলে ধরেছে তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলেই। ছবিতে নন্নদকিশোরের ভূমিকায় রয়েছেন কৌশিক সেন। নন্দিনীর ভূমিকায় সোহিনী ।নীলার ভূমিকায় রয়েছেন দর্শনা। এক গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়া আর সঙ্গে জড়িত বেশ কিছু চরিত্রের জটিল পরিস্থিতি নিয়ে ছবি 'ল্যবরেটরি'।

হইচই অ্যাপের রবীন্দ্র শ্রদ্ধার্ঘ, দেখা যাবে রবি ঠাকুরের ল্যাবরেটরি

হইচই অ্যাপের রবীন্দ্র শ্রদ্ধার্ঘ, দেখা যাবে রবি ঠাকুরের ল্যাবরেটরি

[আরও পড়ুন:ব্রেক আপের পর আর 'প্রাক্তন'কে একেবারেই ভুলে যান এঁরা! বিস্তারিত জানুন রাশিফলে][আরও পড়ুন:ব্রেক আপের পর আর 'প্রাক্তন'কে একেবারেই ভুলে যান এঁরা! বিস্তারিত জানুন রাশিফলে]

এদিকে, আজ থেকে ফের দেখা যাবে জনপ্রিয় পুরনো বাংলা সিরিয়াল 'গানের ওপারে'। ঋতুপর্ণঘোষণ প্রসেজনিৎ চট্টোপাধ্যায় জুটির হাত ধরে বাঙালি পেয়েছিল এই সিরিয়ালটিকে। রবীন্দ্রভাবনায় উদ্ুদ্ধ এই সিরিয়াল আবার দেখা যাবে 'হটস্টার'-এ। এ নিয়ে আর ২৫ শে বৈশাখ থেকেই ফের একবার দেখা যাবে এই সিরিয়ালের এপিসোড গুলি। এই ঘোষণা করেছেন স্বয়ং স্টার জলসা চ্যানেলের সোশ্যাল মিডিয়া সাইট। রবীন্দ্রনাথের আধুনিকতা আর তাঁর সাংস্কৃতিকভাবনার মিশেল নিয়ে তৈরি হওয়া এই সিরিয়াল শুরু হওয়ার খবরে ঘিরে রীতিমতচ হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে।

English summary
Hoichoi is streaming Film On Rabindranath Tagore's Laboratory .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X