For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতিহাসের তথ্য বিকৃত করা হয়েছে, ‘‌পাণিপথ’‌ নিয়ে বিতর্ক বাড়ছে রাজস্থানে

ইতিহাসের তথ্য বিকৃত করা হয়েছে, ‘‌পাণিপথ’‌ নিয়ে বিতর্ক বাড়ছে রাজস্থানে

Google Oneindia Bengali News

'‌পদ্মাবত’‌–এর পর আবার '‌পাণিপথ’‌ নিয়ে বিতর্ক শুরু হল দেশে। এই ছবির একটি সংলাপকে ঘিরে প্রথম বিতর্ক দানা বাঁধলেও, এবার ফের ইতিহাসকে বিকৃত করার অভিযোগ উঠল ছবির পরিচালক আশুতোষ গোয়ারকরের বিরুদ্ধে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে যৌথভাবে সর্ব ব্রাহ্মণ মহাসভা '‌পাণিপথ’‌ ছবিটির মুক্তির বিরোধিতা করে সেনসর বোর্ডের চেযারপার্সনকে চিঠি লিখেছেন। ব্রাহ্মণ মহাসভার সভাপতি সুরেশ মিশ্র দাবি করেছেন যে সিনেমাটি যে বিষয়ের ওপর তৈরি হয়েছে সেই ঐতিহাসিক তথ্যকে বিকৃত করা হয়েছে।

ব্রাহ্মণ মহাসভার দাবি

ব্রাহ্মণ মহাসভার দাবি

চিঠিতে সুরেশ মিশ্র জানিয়েছেন যে ‘‌পাণিপথ'‌ ছবিটি যেভাবে তৈরি হয়েছে, সেখানে ঐতিহাসিক তথ্যকে বিকৃত করা হয়েছে, যা অত্যন্ত ভুল এবং এ ধরনের সিনেমাকে অনুমোদন দিয়ে সেন্সর বোর্ড তাদের আদর্শ থেকে বিচ্যত হয়েছে ও পরিচালককে ঐতিহাসিক তথ্য বিকৃত করার অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি আরও দাবি করেন যে রাজস্থানে এ নিয়ে বিক্ষোভ চলছে এবং ছবিটির ওপর দ্রুত নিষেধাজ্ঞা জারি করুক সেন্সর বোর্ড। সুধীর মিশ্র জানিয়েছেন যে তাঁর সংগঠন পরিচালক আশুতোষ গোয়ারকরকে ভবিষ্যতে আর কোনও ছবির তথ্য বিকৃত না করার পরামর্শ দিয়েছে।

রাজস্থান জুড়ে ‘‌পাণিপথ’‌ নিয়ে প্রতিবাদ

রাজস্থান জুড়ে ‘‌পাণিপথ’‌ নিয়ে প্রতিবাদ

সর্ব ব্রাহ্মণ মহাসভা এর আগেও কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘‌মণিকর্ণিকা, দ্য কুই অফ ঝাঁসি'‌, দীপিকা পাড়ুকোনের ‘‌পদ্মাবত'‌ ও আয়ুষ্মান খুরানার ‘‌আর্টিকল ১৫'‌ ছবির মুক্তি নিয়েও বিক্ষোভ করেছিল। সোমবার জয়পুর পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। তারা রাজস্থানের একটি সিনেমা হল ভাঙচুর করেছিল। রবিবার রাজ্যের পর্যটক মন্ত্রী বিশবেন্দ্রা সিং দাবি করেন যে উত্তর ভারতে আইন-শৃঙ্খলা ভঙ্গ যাতে না হয় তার জন্য আশুতোষ গোয়ারকরের ‘‌পাণিপথ'‌ ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হোক। এই ছবি নিয়ে ভরতপুরে ইতিমধ্যেই বিক্ষোভ দেখা দিয়েছে।

‘‌পাণিপথ’‌ ছবির মুখ্য বিষয়

‘‌পাণিপথ’‌ ছবির মুখ্য বিষয়

১৭৬১ সালে পাণিপথের তৃতীয় যুদ্ধের ওপর এই ছবিটি তৈরি হয়েছে। মারাঠা ও আফগান রাজা আহমেদ শাহের সঙ্গে এই যুদ্ধ হয়। এই ছবিতে সদাশিব রাওয়ের ভূমিকায় দেখা যাবে অর্জুন কাপুরকে। যিনি মারা সৈন্যদের নেতৃত্ব দেবেন। এই ছবিতে ভরতপুরের রাজা মহারাজা সূরজমলকে দেখানো হয়েছে। যিনি লোভী একজন রাজা, আগ্রার লালকেল্লা দখল করার জন্য তিনি পাণিপথ যুদ্ধে মারাঠাদের সাহায্য করতে অস্বীকার করেন। ছবির মুখ্য বিষয় নিয়েই রাজস্থান সরকার সহ বেশ কিছু সংগঠন আপত্তি তুলেছে।

স্বয়ং মুখ্যমন্ত্রী বিরোধিতা করেন এই ছবির

স্বয়ং মুখ্যমন্ত্রী বিরোধিতা করেন এই ছবির

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সেন্সর বোর্ডকে চিঠি লিখে জানিয়েছেন যে যে দাবিগুলি করা হচ্ছে তা খতিয়ে দেখা হোক। তিনি আর্জি করেছেন যে অর্জুন কাপুর, কীর্তি শ্যানন এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘‌পাণিপথ'‌ ছবির বেশ কিছু সংলাপ নিয়ে জাট সম্প্রদায়ের কিছুজন আপত্তি তুলেছে। তিনি বলেন, ‘‌ছবিতে মহারাজা সূরযমলকে যেভআবে দেখানো হয়েছে, তা নিয়েই আপত্তি তোলা হয়েছে। এ ধরনের পরিস্থিতি রাজ্যে না হওয়াই শ্রেয়।'‌ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‌সেন্সর বোর্ডের উচিত দ্রুত এ বিষয়ে হস্তক্ষেপ করা।'‌

রাজ্যসভায় পরীক্ষার আগে বিরোধীদের বাক্যবাণে বিদ্ধ অমিত শাহের নাগরিকত্ব সংশোধনী বিলরাজ্যসভায় পরীক্ষার আগে বিরোধীদের বাক্যবাণে বিদ্ধ অমিত শাহের নাগরিকত্ব সংশোধনী বিল

English summary
The President of the Sarva Brahmin Mahasabha outfit, Suresh Mishra has alleged that the movie has distorted historical facts to suit its storyline,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X