For Quick Alerts
For Daily Alerts
অমরেন্দ্র বাহুবলীর বিয়ে! বাড়ি বয়ে পাত্রী পক্ষের প্রস্তাব, আসল গল্পটা ঠিক কী
অনেকদিন আগে রটেছিল বাহুবলীর অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক রয়েছে। তবে সেখবরকে নস্যাৎ করেন, প্রভাস ও অনুষ্কা দুজনেই। ফিল্ম ইন্ডাস্ট্রির গুঞ্জনকে থামালেও , প্রভাস তাঁর বিয়ে নিয়ে গুঞ্জনকে থামাতে পারছেন না।
শোনা যাচ্ছে একটি নামী মিডিয়া পোর্টালের প্রধান তথা রাশি সিমেন্টের চেয়ারম্যান ভূপতি রাজার নাতনির সঙ্গে প্রভাসের বিয়ের প্রস্তাব আসে। তবে প্রভাসের পরিবারের তরফে তা প্রত্যাখ্যান করা হয়।

তবে ৩৭ বছর বয়সী প্রভাসের সঙ্গে বিয়ে করতে চেয়ে প্রায় ৬ হাজার প্রস্তাব এখনই চলে এসেছে। 'বাহুবলী' ছবির পর থেকে জনপ্রিয়তা তুঙ্গে অভিনেতা প্রবাসের। আর সেই জনপ্রিয়তায় রয়েছে প্রভাসের মহিলা ভক্তকূলের উচ্ছাসও। সবদিকের পরিস্থিতি দেখে শুনে বলা যায়, প্রভাসের স্ত্রী খোঁজার সফর এখনও জারিই রইল।