For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এই জেনরেশনটা আমি আমি করে শেষ হয়ে যাচ্ছে'! জবাব দিল এই মন ছুঁয়ে যাওয়া ভিডিও

প্রজন্ম আসে, প্রজন্ম যায়, অনেকটা ঠিক কিশলয়ের মতো ! আর প্রতিটা প্রজন্মের নিজস্ব কিছু হিসেব নিকেশ, ইচ্ছে-অঙ্ক থাকে।

  • |
Google Oneindia Bengali News

প্রজন্ম আসে, প্রজন্ম যায়, অনেকটা ঠিক কিশলয়ের মতো ! আর প্রতিটা প্রজন্মের নিজস্ব কিছু হিসেব নিকেশ, ইচ্ছে-অঙ্ক থাকে। থাকে নিজের মতো অভাব-অভিযোগ, থাকে পাওয়া না পাওয়ার আবেগ, হতাশা। প্রজন্মের এমনই এক গল্প বলছে মৈনাক ভৌমিকের ছবি 'জেনারেশন আমি'।

এই জেনরেশনটা আমি আমি করে শেষ হয়ে যাচ্ছে! জবাব দিল এই মন ছুঁয়ে যাওয়া ভিডিও

'জেনারেশন আমি' গল্প বলেছে একটা ইচ্ছের। একটা কৈশোরের। যে কৈশোর প্রায় প্রতিটি বাঙালিই কাটিয়েছে। সিলেবাস শেষ করার টেনশনের মাঝেই কোচিং এ প্রেম, বব ডিলনের গান শুনে গায়ক হওয়ার স্বপ্ন দেখা.. আর এরকম স্বপ্নের মাঝেই ইঞ্জিনিয়ার-ডাক্তার হওয়ার জন্য বাড়ির চাপ। কৈশোরের সেই চেনা লড়াইয়ের ছবিই ফুটে উঠেছে ট্রেলারে।

[আরও পড়ুন:বিপাকে আয়ুষ্মানের ছবি 'বাধাই হো'! আইনি নোটিসে কী জানাল দিল্লি প্রশাসন ][আরও পড়ুন:বিপাকে আয়ুষ্মানের ছবি 'বাধাই হো'! আইনি নোটিসে কী জানাল দিল্লি প্রশাসন ]

'জেনারেশন আমি' ছবিতে শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তাঁরই ছেলে ঋতব্রত। ছবিতে ঋতব্রতর বাবার ভূমিকাতেই দেখা যাচ্ছে শান্তিলালকে। ঋতব্রতর মায়ের ভূমিকায় থাকছেন অপরাজিতা আঢ্য। ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই ছবির গল্প এক মধ্যবিত্ত বাঙালি পরিবারকে ঘিরে। যে পরিবারে রয়েছে এক কিশোর, যে প্রতিনিয়ত স্বপ্ন বুনছে নিজের মতো করে। যার ওপর চাপ রয়েছে তার অভিভাবকের। টিউশনে গিয়ে আর চার পাঁচটা বাঙালির মতোই প্রেমে পড়ে যায় সেই কিশোর। আর তার স্বপ্নের উড়ানের পাশে দাঁড়ায় তার দিদি। কিন্তু শেষ পর্যন্ত কোন খাতে বইতে থাকে সেই কিশোরের স্বপ্ন, আপাতত ফিল্মের মুক্তিতেই জানা যাবে সেই প্রশ্ন।

[আরও পড়ুন: 'ব্রাইডাল শাওয়ারে' প্রিয়াঙ্কা! হবু 'বউমা'কে ঘিরে উচ্ছ্বসিত শাশুড়ি কী করলেন][আরও পড়ুন: 'ব্রাইডাল শাওয়ারে' প্রিয়াঙ্কা! হবু 'বউমা'কে ঘিরে উচ্ছ্বসিত শাশুড়ি কী করলেন]

[আরও পড়ুন: 'জসলিনের সঙ্গে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড সম্পর্ক নেই', বিগবস থেকে বেরিয়ে বোমা ফাটালেন অনুপ ][আরও পড়ুন: 'জসলিনের সঙ্গে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড সম্পর্ক নেই', বিগবস থেকে বেরিয়ে বোমা ফাটালেন অনুপ ]

English summary
Here’s the trailer of ‘Generation Aami’ creats an extraordinary nostalgic feeling .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X