For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদল হল পরমব্রতর 'সোনার পাহাড়' মুক্তির দিন, কবে রিলিজ হবে ছবি

পরমব্রত চট্টোপাধ্যায়ের 'সোনার পাহাড়' ছবিটির মুক্তি ঘিরে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। ছবিটি ৮ই জুন মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কিছুদিন আগেই জানা গিয়েছে , ছবিটি সেই দিন মুক্তি পাবে না।

  • |
Google Oneindia Bengali News

পরমব্রত চট্টোপাধ্যায়ের 'সোনার পাহাড়' ছবিটির মুক্তি ঘিরে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। ছবিটি ৮ই জুন মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কিছুদিন আগেই জানা গিয়েছে , ছবিটি সেই দিন মুক্তি পাবে না। তাই রিলিজের ডেট নিয়ে জটিলতা তৈরি হয়। তবে এবার জানা যাচ্ছে, ছবিটি ৮ ই জুনের বদলে মুক্তি পাবে ৬ জুলাই।

বদল হল পরমব্রতর সোনার পাহাড় মুক্তির দিন, কবে রিলিজ হবে ছবি

বহু বছর বাদে অনস্ক্রিনে দেখা মিলবে সৌমিত্র-তনুজা জুটির। 'তিন ভুবনের পারে' ছবির এই হিট জুটি সাদাকালো পেরিয়ে এবার রঙিন পর্দায় ধরা দেবে। ছবির ট্রেলার ও গান ইতিমধ্য়েই দর্শকদের মনে ধরেছে। প্রশংসিত হয়েছে ছবির পোস্টারও। ছবিতে রয়েছে শিশু শিল্পী শ্রীজাত। যাকে স্ক্রিনে দেখে মন গলেছে বহু দর্শকের। ছবির মুক্তির দিন ঘোষণা করেছে এই ছোট্ট শিল্পীই। ফেসবুকে সেই ভিডিওটি পোস্ট করেছেন ছবির পরিচালক পরমব্রত। ছোট্ট হলে কী হবে, গুরুদায়িত্ব নিজের কাঁদে নিয়ে দিব্যি সামলেছে এই শিল্পী।

[আরও পড়ুন:আসছে নরেন্দ্র মোদীর বায়োপিক! মূল চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন পরেশ রাওয়াল][আরও পড়ুন:আসছে নরেন্দ্র মোদীর বায়োপিক! মূল চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন পরেশ রাওয়াল]

'সোনার পাহাড়' এক মা ছেলের সম্পর্ক, আর সম্পর্কের মাঝের শূন্যতা নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও তনুজা ছাড়াও রয়েছেন, যীশু সেনগুপ্ত। সম্পর্কের দিক কীভাবে কখন বদলে যায়, কে কার জায়গা নিয়ে নেয় বলা খুবই কঠিন। আর সেই সমস্যাতেই পড়ে জ্বলতে থাকা এক মায়ের কাহিনি বলছে 'সোনার পাহাড়'। 'সোনার পাহাড়' দুই অসম বয়স্কের বন্ধুত্বের এক গল্প তুলে আনছে। ছবিতে তনুজার চরিত্রটির নাম উপমা। যিনি আরও চাঁর পাঁজন বাঙালি মায়ের না বলা দুঃখের উপমা হয়ে রয়েছেন ছবিতে।

English summary
Here is the Release date Of Paramabrata's Sonar Pahar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X