For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএমডিবি রেটিং-এ দেশের সেরা ওয়েব সিরিজ কোনগুলি জানেন?

আইএমডিবি রেটিং-এ দেশের সেরা ওয়েব সিরিজ কোনগুলি জানেন?

Google Oneindia Bengali News

বর্তমানের টেক-স্যাভি জমানায় পৃথিবীটা ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের সঙ্গে ড্রইং রুমের বাক্স থেকে হাতের মুঠোয় বন্দী হয়ে গিয়েছে। আর সৌজন্য অবশ্যই মোবাইল ফোন। আর মোবাইল ফোনের এই রমরমা এবং রোজকার ইঁদুর দৌড়ের চাপে সময় খরচ করে বড় পর্দায় সিনেমা দেখতে যাওয়ার রীতি এখন অনেকটাই ব্রাত্য। এমনকি আস্তে আস্তে নতুন প্রজন্মের কাছ থেকে কমে যাচ্ছে ধারাবাহিক দেখার উৎসাহও। আর তাই বিনোদনের ভাঁটায় একরাস জোয়ারের জল হয়ে হাজির জয়েছে অত্যন্ত জনপ্রিয় সব ওয়েব সিরিজ। আগে যেগুলি 'এইচবিও মিনি সিরিজ' কিংবা 'হিস্ট্রি চ্যানেল স্টোরি'র মত প্রবল জনপ্রিয় সিরিজের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সেখানে ভেঙে গিয়েছে সব দেশ, ভাষা, বা মাধ্যমের পরিধি। হলিউড তো বটেই জনপ্রিয়তার নিরিখে কোনও অংশে পিছিয়ে নেই হিন্দি ওয়েব সিরিজগুলিও। বিখ্যাত বিনোদন রেটিং সাইট আইএমডিবি-র নিরিখে ভারতের সেরা জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকাটা চমকে দেওয়ার মতই।

'স্ক্যাম ১৯৯২ আ হর্ষদ মেহতা স্টোরি'

'স্ক্যাম ১৯৯২ আ হর্ষদ মেহতা স্টোরি' এই ব্লকবাস্টার হিট ওয়েব সিরিজটি ৯০এর দশকের বিখ্যাত ব্যবসায়ী তথা শেয়ার মার্কেট ব্রোকার হর্ষদ মেহতার জীবনের উপর ভিত্তি করে তৈরি। শেয়ারবাজার কীভাবে কাউকে গলি থেকে রাজপথে নিয়ে যেতে পারে সে সম্পর্কে খুব কাছ থেকে এখানে দেখানো হয়েছে। অত্যন্ত জনপ্রিয় এই ওয়েব সিরিজে, প্রতীক গান্ধী হর্ষদ মেহতার চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও অভিনেত্রী শ্রেয়া ধন্বন্তরী এবং বাকি অভিনেতারাও তাঁদের ভূমিকায় অসাধারণ অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। এই ওয়েব সিরিজটিকে আইএমডিবি দ্বারা ৯.৩ রেট দেওয়া হয়েছে, যা দেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ।

অ্যাস্পিরেন্টস

এই ওয়েবসিরিজটি আইএএস-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন পড়ুয়াদের জীবনের উপর ভিত্তি করে তৈরি। ভারতের প্রশাসনিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোচিং এবং পড়ুয়াদের চ্যালেঞ্জ দর্শায় এই ওয়েব সিরিজটি। এটি দেশের তরুণদের মধ্যে বিশেষভাবে ছাপ ফেলেছে। এখন পর্যন্ত এর প্রথম পর্ব এসেছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এর দ্বিতীয় পর্বের জন্য। এই ওয়েব সিরিজটি আইএমডিবি-তে ৯.৩ রেটিং পেয়েছে। নবীন কস্তুরিয়া, নমিতা দুবে এবং সানি হিন্দুজার মতো অভিনেতাদের উপস্থিতি রয়েছে এখানে। সিরিজটি দর্শকদের প্রচুর প্রশংসা অর্জন করেছিল।

কোটা ফ্যাক্টরি

এখনও পর্যন্ত দুটি সিজন এসেছে বিখ্যাত সিরিজ কোটা ফ্যাক্টরি'র। এই সিরিজে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার ওরফে জিতু। মূলত সিরিজের গল্প রাজস্থানের কোটায় আইআইটি কোচিং নিতে যাওয়া পড়ুয়াদের উপর ভিত্তি করে। আইএমডিবি দ্বারা এটিকে ৯.১ রেট দেওয়া হয়েছে।

পঞ্চায়েত

'পঞ্চায়েত' ওয়েব সিরিজটি দর্শকদের মধ্যে চর্চার ঝড় তৈরি করেছে। এই সিরিজটি ফুলেরা গ্রামের পঞ্চায়েত অফিসের উপর ভিত্তি করে নির্মিত। সচিবজি, প্রধান জি সহ সকল চরিত্রই দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব এতে অসাধারণ অভিনয় করেছেন। এই ওয়েব সিরিজের দুটি সিজন এসেছে এবং দুটিই বেশ পছন্দ হয়েছে দর্শকদের। আইএমডিবি দ্বারা এটিকে ৮.৯ রেটিং দেওয়া হয়েছে।

'রকেট বয়েজ'

এই ওয়েব সিরিজটি এমনই দুই ছেলের গল্প, যাঁরা পরবর্তীকালে দেশের ইতিহাস বদলে দিয়েছিলেন। এই ওয়েব সিরিজটি এই সিরিজটি মহান বিজ্ঞানী ডঃ হোমি জাহাঙ্গীর ভাভা এবং বিজ্ঞানী ডঃ বিক্রম সারাভাই এর জীবনের উপর ভিত্তি করে তৈরি। ওয়েব সিরিজ 'রকেট বয়েজ' আইএমডিবি-তে ৮.৯ রেটিং পেয়েছে।

এবার বলিউডে রাজত্ব করতে আসছেন পুষ্পারাজ, চলছে আল্লু অর্জুনের হিন্দি ছবির পাকাকথা এবার বলিউডে রাজত্ব করতে আসছেন পুষ্পারাজ, চলছে আল্লু অর্জুনের হিন্দি ছবির পাকাকথা

English summary
here are the top five web series of india as per imdb
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X