For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই ক্রুজ রেভ পার্টি মাদক কাণ্ড নিয়ে জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য

মুম্বই ক্রুজ রেভ পার্টি মাদক কাণ্ড

Google Oneindia Bengali News

ক্রুজ জাহাজে ফাঁস হওয়া নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর মাদক চক্র কাণ্ডে ইতিমধ্যেই এনসিবি বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান সহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শনিবার রাতেই ক্রুজে চলা রেভ পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পায় নার্কোটিক্স ব্যুরো।

কারা কারা আটক

কারা কারা আটক

আরিয়ান খান বাদে মুনমুন ধামেচা, নুপুর সারিকা, ইসমিত সিং, মোহাক জয়সওয়াল, বিক্রান্ত চোকার, গোমিত চোপড়া ও আরবাজ মার্চেন্ট। এই তল্লাশি অভিযান বলিউড ইন্ডাস্ট্রিতে আলোড়ন ফেলে দিয়েছে, এটি আবার বলিউড-মাদক সংযোগকে সামনে এনেছে কারণ সংস্থা জানিয়েছে যে এটি এমডিএমএ, এক্সট্যাসি, কোকেইন, এমএস, গাঁজার মতো মাদক উদ্ধার করেছে।

 আসুন জেনে নেওয়া যাক এই রেভ পার্টি সম্পর্কে কিছু তথ্য

আসুন জেনে নেওয়া যাক এই রেভ পার্টি সম্পর্কে কিছু তথ্য

* শনিবার ক্রুজে এই তল্লাশি অভিযান চালানো হয়। ওইদিন রাতেই এজেন্সি এই ঘটনা সম্পর্কে খুব একটা বেশি তথ্য জানায়নি। শুধু বলা হয় যে এই ঘটনার সঙ্গে বিশিষ্ট বলিউড অভিনেতার পুত্র জড়িত রয়েছে।

* এনসিবি তাদের সূত্র মারফত পাওয়া খবর থেকে এই তল্লাশি অভিযান চালানো হয়। এনসিবির কাছে তথ্য এসেছিল যে ক্রুজে একটা পার্টি চলছে এবং সেখানে বলিউডের সঙ্গে যুক্ত অনেকে রয়েছেন।

* এজেন্সি জানিয়েছে যে এই তদন্ত দু'‌সপ্তাহ ধরে চলেছে এবং আটক হওয়া সন্দেহভাজনদের থেকে কোনও তথ্য পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।

* এই অভিযান চালানোর সময় সন্দেহভাজনদের তল্লাশি করা হয় এবং তাদের থেকে ভিন্ন ধরনের মাদক উদ্ধার হয়, যা তাঁরা তাঁদের পোশাকে, অন্তর্বাস ও মহিলাদের ব্যাগে লুকিয়ে রেখেছিলেন।

* হাই-প্রোফাইল বলিউড সংযোগের বিষয়ে এনসিবি প্রধান বলেন, সংস্থাটি খুঁজে দেখেনি কে একজন শিল্পপতি বা একজন চলচ্চিত্র তারকার ছেলে। এনসিবি জানিয়েছে যে এটা তাদের কাজ নয় কে ফিল্ম স্টার বা শিল্পপতির ছেলে তা খুঁজে বের করা। তারা শুধু সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। কারণ আইন সকলের জন্য এক।

রেভ পার্টির সঙ্গে যুক্ত নয়

রেভ পার্টির সঙ্গে যুক্ত নয়

জার্জেন-বেলওম-এর সিইও এবং প্রেসিডেন্ট, ওয়াটারওয়েজ লেজার ট্যুরিজম প্রাইভেট লিমিটেড জানান ক্রুজ কোম্পানি কর্ডেলিয়া ক্রুজ কোনভাবেই রেভ পার্টির সাথে যুক্ত ছিল না। তারা বলে, জাহাজটি একটি বেসরকারি ইভেন্টের জন্য দিল্লি ভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে ভাড়া দেওয়া হয়েছিল।

রেভ পার্টিতে কি কি ইভেন্ট ছিল

রেভ পার্টিতে কি কি ইভেন্ট ছিল

ক্রে'‌ আর্ক নামে এই ইভেন্টটি কর্ডেলিয়া ক্রুজে আয়োজন করেছিল ফ্যাশন টিভি ইন্ডিয়া ও নমাস্ক্রে। আয়োজকরা প্রথম দিন মিয়ামির ডিজে স্ট্যান কোলেভ, ডিজে বুলজেয়া, ব্রাউনকোট ও দীপেশ শর্মার মিউজিক্যাল পারফর্ম রেখেছিলেন। দ্বিতীয় দিনে দুপুর ১টা থেকে রাত ৮টা এফটিভি পুল পার্টি আয়োজন করা হয় অতিথিদের জন্য। পুল পার্টির সময় আইভোরি উপকূলের ডিজে রাউল কে ভারতীয় ডিজে কোহরা ও মরোক্কানের সঙ্গে পারফর্ম করার কথা ছিল। রাত আটটার পর মিউজিক পার্টি আর জমে ওঠার কথা ছিল। এই পার্টি চলাকালীনই নিষিদ্ধ মাদক ব্যবহার হয়েছে বলে এনসিবি জানতে পারে।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
The NCB recovered multiple ban drugs during a search of the Mumbai Cruise Rev Party,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X