তিনি নির্দোষ, মিটুর অভিযোগের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় চিঠি পোস্ট অনু মালিকের
গত বছরই সঙ্গীত পরিচালক অনু মালিকের ওপর মিটুর অভিযোগ উঠেছিল। ইন্ডিয়ান আইডলের বিচারকের আসন থেকেও তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়। তবে এতদিনচুপ থাকার পর এবার মুখ খুলেছেন অনু মালিক। তিনি তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার প্রতিবাদ করে দীর্ঘ চিঠি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

দীর্ঘ সেই চিঠিতে অনু মালিক দাবি করেছেন যে তাঁর বিরুদ্ধে ওঠা মিথ্যা অভিযোগ তাঁর সম্মান নষ্ট করছে এবং তাঁর পেশাকে কলঙ্কিত করছে। চিঠিতে নিজেকে নির্দোষ বলেছেন অনু। তিনি জানিয়েছেন যে দুই কন্যাসন্তানের বাবা হয়ে তিনি এ ধরনের অপরাধ করতে পারেন না, যার জন্য তাঁকে দায়ি করা হয়েছে। তবে এই দুঃসময়ে অনু মালিকের পাশে যাঁরা ছিলেন তাঁদের ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। অনু চিঠিতে বলেছেন, 'আমি আমার শুভানুধ্যায়ীদের ও পরিবারকে ধন্যবাদ বলতে চাই, যাঁরা আমার এই পরিস্থিতিতে পাশে ছিলেন। আমি জানিনা আর কত অপবাদ ও নোংরামি আমাকে ও আমার পরিবারকে সহ্য করতে হবে।’
২০১৮ সালে গায়িকা সোনা মহাপাত্র সহ বেশ কিছু সঙ্গীত শিল্পী (শ্বেতা পণ্ডিত ও নেহা বসিন) অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন।