For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হার্ড কউরের নতুন গান 'অ্যায়সে করতে হ্যায় পার্টি' অপমানজনক, ক্ষোভ ডিজেদের

  • By Oneindia Staff Writer
  • |
Google Oneindia Bengali News

ভারতের জনপ্রিয় ও নামী ডিজেদের (ডিস্ক জকি) ক্ষোভের মুখে মহিলা রাপার হার্ড কউর। আর তার কারণ তার সদ্য প্রকাশিত গান অ্য়ায়সে করতে হ্যায় পার্টি। এই গানটি লিখেছেন ও গেয়েছেন জনপ্রিয় হিপ হপ এই গায়িকা। তবে সমস্যা এই গানের কথাগুলিতে। আর ডিজে পেশাদারদের জন্য অপমানজনক বলেই মনে করছেন ডিজেরা।

গানটির একটি লাইনে যেমন বলা হয়েছে, "জলদি বাজা তু সালে" এবং "নেহি তো দু কান কে নিচে"। আর তাতেই আপত্তি প্রকাশ করেছেন ডিজে সম্প্রদায়।[(ছবি) বলিউডের সেরা ১৫ কুরুচিপূর্ণ অশ্লীল গান!]

হার্ড কউরের নতুন গান 'অ্য়ায়সে করতে হ্যায় পার্টি' অপমানজনক, ক্ষোভ ডিজেদের

ডিজে সুমিত শেঠির হার্ড কউরকে সরাসরি আক্রমণ করে বলেছেন, "প্রচার পাওয়ার জন্য আরও অনেক পথ রয়েছে। কেউ যদি (রাপার) বাদশার মতো হতে চায় তাহলে ওর মতো লিখতেও হবে। এতেই প্রমাণ হয় কীধরণের মানুষ উনি। আমরা ওর ট্র্যাক বাজাবো না।"

এই গানের ভিডিওটিতে রয়েছেন অভিনেতা গৌরব গেরা, মণীশ পল এবং পুনীত ইসার। গানের কোরিওগ্রাফি করেছেন সরোজ খান, প্রযোজক রঘু রাম এবং মডেল ডিয়ান্ড্রা সোরাস।

জনপ্রিয় ডিজে আকিলের কথায়, "ডিজে পেশা মাত্র ৩০ বছর পুরনো। কিন্তু মানুষ এর গুরুত্ব বুঝতে পারছে। হার্ড কোর নিজেও কাজ করছে এবং বহু ডিজের সঙ্গে যৌথভাবে কাজ করছে। কিন্তু কেন আমাদের তিনি টার্গেট করছেন তাই বুঝতে পারছি না। ওর বাবা মা হয়তো ওকে ভদ্রতা শেখাননি। এটা খুবই কুরুচিপূর্ণ এবং একটা পেশাকে অপমান করা।" [ইয়ো ইয়ো হানি সিংয়ের গান শুনলে পালায় জংলী পশুরাও! বিশ্বাস না হয় উত্তরাখণ্ডের কৃষকদেরই জিজ্ঞাসা করুন!]

ডিজেদের একাংশ মনে করছে গানের শব্দ বা বিষয় বাছাইয়ের ক্ষেত্রে নয়া প্রজন্মের গীতিকার ও গায়কদের একটু সংবেদনশীল হওয়া উচিত। কোনও পেশাকে অযথা আক্রমণ করার অধিকার কারোও নেই।

যদিও হার্ড কউর কিন্তু ডিজে সম্প্রদায়ের এই প্রতিক্রিয়া অস্বাভাবিক বলেই মনে করছেন। তাঁর কথায়, "একার অ্যালবাম করা যথেষ্ট চ্যালেঞ্জের। আমি চেয়েছিলাম আমার বন্ধুরা আমার পাশে দাঁড়াক। যারা আমার বন্ধু বলে মনে করে তারা পাশে রয়েছে। এক একটা শিফ্টে আমরা ১২ ঘন্টা করে কাজ করেছি। কত শিল্পী জড়িত এই অ্যালবামের সঙ্গে।

আমি আমার একশো শতাংশ দিয়েছি এই অ্যালবামকে। কিন্তু কখনও ভাবিনি ডিজেরা এভাবে প্রতিক্রিয়া জানাবে। আমি নিজের ব্যাখ্যা দিতে ক্লান্ত জানি না এই দেশের কী হয়েছে। আমাকে শেখাতে হবে না আমি কী করছি। আমি দীর্ঘ দিন ধরে এই কাজ করছি। আমি আমার কাজটা ভাল ভাবেই জানি। যাদের নিজেদের কোনও কাজ নেই তারা আমার বিরোধীতা করছে। দেশের সেরা ডিজেরা আমার সঙ্গে কাজ করেছেন। তাই দয়া করে আমায় ব্যবহার করবেন না। খুঁজে দেখুন প্রতিভা খুঁজে পান কিনা। নয়তো নিজের জীবন নিয়ে মাথা ঘামান।"

English summary
Aise Karte Hain Party by Hard Kaur is an insult to us: DJs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X