Oneindia থেকে ব্রেকিং নিউজের আপডেট পেতে

সারাদিন ধরে চটজলটি নিউজ আপডেট পান

You can manage them any time in browser settings

(ফটো ফিচার) 'হ্যাপি বার্থ ডে' সানি লিওনি : 'বেবি ডল' সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানেন কি?

  • Posted By:
Subscribe to Oneindia News

নীল ছবির পরিচিত তারকা থেকে মূল ধারার বলিউড ছবির জগতে পা রাখা সহজ ছিল না সানি লিওনি ওরফে করেণজিৎ সিং ভোহরার। পরিচিত মুখ হওয়ায় লোকলজ্জার ভয় ছিল। তবে সেসময়কে কাটিয়ে অসম সাহস দেখিয়ে, পরিশ্রম ও অধ্যাবসায় দিয়ে বলিউডের মন জয় করে নিয়েছেন সানি। এখন তাঁর ঝুলিতে পরপর ছবি।

শুধু তাই নয়, বড় ব্যানারের ছবিতেও একেরপর এক কাজ করে চলেছেন তিনি। এমনকী শাহরুখ খানের ছবিতেও আইটেম ডান্সে সকলকে মাতিয়ে ছেড়েছেন তিনি। এহেন সানি এদিন পা দিলেন ৩৬ বছরে। শিখ পাঞ্জাবি পরিবারের মেয়ে থেকে বিশ্বখ্যাত পর্ন তারকা হওয়া সানিকে নিয়ে বিশেষ কিছু তথ্য জেনে নেওয়া যাক একনজরে।

পর্ন তারকা হওয়ার আগে

পর্ন তারকা হওয়ার আগে

নীল ছবির জগতে আসার আগে সানি লিওনি পেডিয়াট্রিক নার্সিং নিয়ে পড়াশোনা করেছিলেন। এছাড়া জার্মান বেকারিতে কাজ করেছেন। এরপর মাত্র ১৯ বছর বয়সে তিনি অ্যাডাল্ট ফিল্ম জগতে প্রবেশ করেন। খবর রটেছিল, সানি নাকি উভকামী। তবে তাঁর সত্যতা জানা যায়নি।

 পর্ন তারকা হওয়ার ইচ্ছেপ্রকাশ

পর্ন তারকা হওয়ার ইচ্ছেপ্রকাশ

সানি একসময়ে এক ইন্টারভিউয়ে জানান, 'পেন্টহাউস কভার অব দ্য ইয়ার'-এ ১ লক্ষ ডলার পুরস্কার পাওয়ার পরে আমি বাড়িতে জানিয়ে দিই আমি পর্ন তারকা হতে চাই। তবে বাড়িতে তা কিছুতেই মেনে নেয়নি।

বলিউডে অনেক আগেই সুযোগ আসে

বলিউডে অনেক আগেই সুযোগ আসে

বলিউডের হিট সিনেমা কলিযুগ-এ অভিনয় করার কথা ছিল সানি লিওনির। তবে সেইসময়ে ১ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক চাওয়ায় পরিচালক মোহিত সুরী পিছিয়ে আসেন। এর ৭ বছর পরে 'জিসম ২' সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সানি।

বলিউডের আগে ভারতীয় টেলি দুনিয়ায় প্রবেশ সানির

বলিউডের আগে ভারতীয় টেলি দুনিয়ায় প্রবেশ সানির

২০০৫ সালে ভারতীয় টেলিভিশনে প্রথমবার মুখ দেখান সানি। এমটিভি অ্যাওয়ার্ডস শো-এ রেড কার্পেট রিপোর্টার হয়েছিলেন তিনি। প্রথম পর্ন তারকা হিসাবে বলিউড মূল ধারার ছবিতে নামা সানি লিওনিই প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র ব্যক্তিত্ব।

বলিউডে কাজ করার আগে থেকেই ভারতে আসা

বলিউডে কাজ করার আগে থেকেই ভারতে আসা

বলিউডে পাকাপাকিভাবে আসার আগে ভারতে মোট চারবার ঘুরতে আসেন সানি। পরে কাজের সূত্রে এখন পাকাপাকিভাবে থাকেন। ২০১০ সালে সেরা মহিলা পর্ন তারকাদের মধ্যে সানিকে রাখে ম্যাক্সিম ম্যাগাজিন।

পর্ন তারকা হিসাবে সাফল্য

পর্ন তারকা হিসাবে সাফল্য

অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রির হিসাব অনুযায়ী সানি ৫৯টি অ্যাডাল্ট সিনেমা পরিচালনা করেছেন ও ৫৬টি সিনেমায় কাজ করেছেন। তাঁর স্বামী ড্য়ানিয়েল ওয়েবারও একজন পর্ন তারকা ও প্রযোজক।

বলিউড ছাড়াও দক্ষিণী সিনেমায় অভিনয়

বলিউড ছাড়াও দক্ষিণী সিনেমায় অভিনয়

বলিউড ছাড়াও তামিল, কন্নড় সিনেমায় কাজ করেছেন সানি লিওনি। বলিউডে আমিরের সিনেমা সবচেয়ে পছন্দ সানির। আমিরের দিল সিনেমাটি দেখার পর থেকেই তিনি আমিরের বড় ভক্ত।

সানির সম্পর্ক

সানির সম্পর্ক

সানি প্রথমে প্লে বয় ওয়েবসাইটের ভাইস প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে সম্পর্কে জড়ান। তবে ২০০৮ সালে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটারের সঙ্গে সানি ডেট করেন। তবে সেটাও বেশিদিন টেঁকেনি। এরপর ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করেন সানি।

ফুটফুটে সন্তান চান সানি

ফুটফুটে সন্তান চান সানি

এক ইন্টারভিউয়ে সানি জানিয়েছেন, তিনি মা হতে আগ্রহী। তবে কবে সেই সুযোগ আসবে তিনি জানেন না। ড্য়ানিয়েল ফুটফুটে মেয়ে চান। তবে ছেলে হোক বা মেয়ে তাঁর নিজের কোনও পছন্দ নেই। তিনি শুধু তান শিশু যেন সুস্থ হয়।

পশুপ্রেমী সানি

পশুপ্রেমী সানি

সানি লিওনি এককথায় পশুপ্রেমী। তাঁর লিলু ও চপার নামে দুটি পোষ্যও রয়েছে। এছাড়া সানি 'পিপলস ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস' বা PETA-র হয়ে স্বেচ্ছ্বায় অর্থ সংগ্রহ করেন।

English summary
Happy Birhday Sunny Leone : Some facts about this ex pornstar you wish to know
Please Wait while comments are loading...