For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় মহিলা কমিশন এবার বিতর্কিত ‘‌গুঞ্জন সাক্সেনা:‌ দ্য কারগিল গার্ল’‌–এর প্রদর্শন বন্ধ করতে বলল

জাতীয় মহিলা কমিশন এবার বিতর্কিত ‘‌গুঞ্জন সাক্সেনা:‌ দ্য কারগিল গার্ল’‌–এর প্রদর্শন বন্ধ করতে বলল

Google Oneindia Bengali News

জাহ্নবী কাপুর অভিনীত '‌গুঞ্জন সাক্সেনা:‌ দ্য কারগিল গার্ল’‌ ছবি মুক্তির পর থেকেই তা নিয়ে বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রথমে ভারতীয় বায়ুসেনা আর এখন জাতীয় মহিলা কমিশনের চোখেও বিঁধতে শুরু করে ধর্মা প্রযোজনার এই ছবিটি। এনসিডব্লিউ–এর চেয়ারপার্সন রেখা শর্মা ছবির নির্মাতাদের জানিয়েছেন যে নেটফ্লিক্সে এই ছবি দেখানো দ্রুত বন্ধ করে দেওয়া হোক।

ছবি প্রদর্শন বন্ধ করতে বলেছে জাতীয় মহিলা কমিশন

ছবি প্রদর্শন বন্ধ করতে বলেছে জাতীয় মহিলা কমিশন

রেখা শর্মা টুইট করে বলেন, ‘‌সত্যিকারের গুঞ্জন সাক্সেনার উচিত সামনে এসে এটা পরিস্কার করে বলা ছবিতে যে লিঙ্গ বৈষম্য দেখানো হয়েছে সেটা কী আদৌও সত্যি?‌ আমি নিজে সেনা পরিবারের সদস্য হয়ে কখনও ভাবতে পারি না যে প্রতিরক্ষা আধিকারিকরা গুণ্ডাদের মতো আচরণ করবে। অফিসার হোক বা সাধারণ মহিলা, বাহিনীতে মহিলাদের শ্রদ্ধা সবসময় করা হয়।'‌ ছবির একটি দৃশ্য দেখার পর গুঞ্জন সাক্সেনা নিজে একটি সাক্ষাতকারে জানিয়েছেন যে তাঁকে কোনওদিন বায়ুসেনায় লিঙ্গ বৈষম্যের মুখোমুখি হতে হয়নি। রেখা টুইটে লেখেন, ‘‌যদি এটা হয়, তবে ছবি নির্মাতাদের এখনি ক্ষমা চাইতে হবে এবং এই ছবি দেখানো বন্ধ করতে হবে। আমাদের বাহিনীর ভাবমূর্তিকে কেন এভাবে কলুষিত করা হবে যেটা আদৌ সত্যি নয়।'‌

আসল গুঞ্জন সাক্সেনা নিজে কী বলছেন

আসল গুঞ্জন সাক্সেনা নিজে কী বলছেন

একটি সাক্ষাতকারে গুঞ্জন বলেছিলেন, ‘‌ভারতীয় বায়ু সেনা এই ছবির মূল ও কেন্দ্রবিন্দু। ভারতীয় বায়ুসেনার খুব ভালো প্রশিক্ষণ ও তাদের শক্তিশালী নীতির কারণে আমাকে অসাধারণ সব কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে। বাণিজ্যিক ছবি বা সিনেমার ক্ষেত্রে এই ছবির সৃজনশীলতা চেষ্টা করেছে আমার সফরকে তুলে ধরার। কিন্তু অস্বীকার করার উপায় নেই, এমনকী এই ছবিতেও ভারতীয় বায়ুসেনার দরজা ও সুযোগ সর্বদা খোলা ছিল।'‌

বায়ুসেনার আপত্তি ছবি নিয়ে

বায়ুসেনার আপত্তি ছবি নিয়ে

এই সপ্তাহের প্রথমে ভারতীয় বায়ু সেনার (‌আইএএফ) পক্ষ থেকে ধর্মা প্রোডাকশনস, নেটফ্লিক্স ও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (‌সিবিএফসি)‌-কে চিঠি পাঠানো হয়‌। চিঠিতে বলা হয়েছে যে ছবিতে যে লিঙ্গের পক্ষপাতিত্ব প্রদর্শন করা হয়েছে তা সঠিক নয় এবং আইএএফের নেটিবাচক ভাবমূর্তি নিয়েও সরব হয়েছে বায়ুসেনা। ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল'-এ এমন কিছু দৃশ্য ও সংলাপ দেখানো হয়েছে, যা ভারতীয় বায়ুসেনার ভাবমূর্তি কলঙ্কিত করেছে বলে তাদের মত। আইএএফ বলেছে, ‘‌প্রাক্তন-ফিট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনার গৌরব পর্দায় ফুটিয়ে তোলার লক্ষ্যে ধর্মা প্রযোজনা ছবিতে কিছু এমন পরিস্থিতির সৃষ্টি করেছে, যা মানুষকে ভুল দিকে এবং মেয়েদের প্রতি আইএফের দৃষ্টিভঙ্গী তথা বাহিনীর কর্মসংস্কৃতি বিরুদ্ধ দেখানো হয়েছে।'‌

১২ অগাস্ট মুক্তি পায় গুঞ্জন সাক্সেনা

১২ অগাস্ট মুক্তি পায় গুঞ্জন সাক্সেনা

ধর্মা প্রযোজনার এই ছবিতে প্রাক্তন বায়ুসেনার পাইলট গুঞ্জন সাক্সেনার জীবনী তুলে ধরা হয়েছে। যিনি কারগিল যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদর্শন করেছিলেন। ১২ অগাস্ট নেটফ্লিক্সে এই ছবিটি মুক্তি পায়। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর এবং তাঁর বাবার চরিত্রে দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠিকে।

English summary
gunjan saxena movie controversy after the air force this time the ncw tweets creats new row
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X