'গুলাবো সিতাবো' ট্রেলার: 'A ক্লাস' এর তাকত ঠাওরে দিলেন অমিতাভ-আয়ুষ্মান!
কথায় বলে 'A ক্লাস' জিনিসের মানই আলাদা! আর ইংরেজি অক্ষয় 'A' দিয়ে শুরু হওয়া নাম অমিতাভ ও আয়ুষ্মান যে কতবড় 'A ক্লাস' অভিনয় দক্ষতা বলিউডকে উপহার দিতে পারেন ,তার ঝলক দেখিয়ে দিল 'গুলাবো সিতাবো।'

এই কাহিনি এক বাড়িওয়ালা ও এক ভাড়াটের। ভাড়াটে ঠিকঠাক ভাড়া দেন না, আর বাড়িওয়ালা তাঁকে টাকার কথা স্মরণ করিয়ে অস্থির। শেষে ঠিক হল, বাড়ি বিক্রি করা হবে। এরপর থেকেই গল্পে আসল টুইস্ট। ছবিতে বাড়িওয়ালা মির্জার ভূমিকায় অমিতাভ বচ্চন। আর ভাড়াটে আয়ুষ্মান খুরানা। সুজিত সরকার পরিচালিত ছবিটি আগামী ১২ জুন মুক্তি পাচ্ছে। তবে সিনেমা হলে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। অনলাইনে অ্যামাজন প্রাইমে দেখা যাবে ছবিটি।
সেই আবার এক বাঙালির হাত ধরে ভারতীয় চলচ্চিত্র পরবর্তী ধাপের পথে এগিয়ে গেল। সুজিত সরকার! এই বাঙালি পরিচালকের নির্মিত ছবি 'গুলাবো সিতাবো' আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে। যা ভারতীয় চলচ্চিত্রে কোনও দিনই ভাবা যায়নি, সাহসিকতার সঙ্গে তাইই করে দেখালেন সুজিত। ফিল্মের বক্স অফিসের যাবতীয় ঝুঁকি মাথায় নিয়ে বিগ বি অভিনীত এই ছবিকে সিনেমার বড় থিয়েটারে নয়, বরং রিলিজ করতে চলেছেন ওয়েবের পর্দায়। এমন সাহসী বাঙালির হাত ধরে দেশ চলচ্চিত্র জগতে দেখতে চলেছে এক নতুন অধ্যায়।
কলকাতা স্বাভাবিক করতে সাত দিন সময় চাইলেন ফিরহাদ, হাতজোর করে শহরবাসীকে ধৈর্য ধরার অনুরোধ