হলিউড ফিল্ম 'অবতার' -এর নামকরণ করেন গোবিন্দা,ছেড়ে দেন কাজের অফার ! কেন জানেন
হলিউডের তামাম পরিচালক জেমন ক্যামেরনকে 'অবতার' ছবিটি নামকরণের পরামর্শ দেন বলিউড তারকা গোবিন্দা। আর সেই ছবিটিই হলিউডের অন্যতম 'ক্লাসিক' ফিল্মের তালিকায় চলে যায়। স্বনামধন্য পরিচালক জেমস ক্যামেরন গোবিন্দাকে ছবিটির জন্য অফারও দেন। তবে তা গোবিন্দা ফিরিয়ে দেন। কিন্তু কেন সেই অফার ফিরিয়ে ছিলেন গোবিন্দা? উত্তর দিলেন নিজেই।

নামকরণের পরামর্শ
গোবিন্দা বলেন, 'আমি ফিল্মের নামটির পরামর্শ দিয়েছিলাম। এরপর ছবিটি সুপারহিট হয়ে যায় । আমি ওনাকে (জেমস ক্যামেরন) বলেছিলাম ফিল্মটি খুবই ভালো কাজ করবে। .. 'পাশাপাশি গোবিন্দার দাবি, তাঁর মনে হয়েছিল ছবিটির ৭ বছর ধরে শ্যুটিং চলবে। এটা শুনেই ক্যামেরন রেগে যান বলে দাবি গোবিন্দার।

কেন অফার ফিরিয়ে দেন গোবিন্দা!
কেন গোবিন্দা ছবিটির অফার ছেড়ে দিয়েছিলেন তাও এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা। 'উনি (ক্যামেরন) আমার সঙ্গে ৪১০ দিন ধরে শ্যুটিং করতে চেয়েছিলেন। তবে সারা শরীরে এরকম পেইন্টিং করে অভিনয় আমার পক্ষে সম্ভব ছিলনা। আর আমি সেটা করতে পারব না। আমি ক্ষমা চেয়েনিয়েছিলাম। .. '

গোবিন্দার ২০১২ সালের 'অবতার'
'অবতার' শুধু হলিউডেই তৈরি হয়নি। বলিউডে এই ছবি তৈরি হয়েছে। আর গোবিন্দার হাত ধরেই সেই ছবি ২০১২ সালে তৈরি হয়। তবে ছবিটি আজও মুক্তি পায়নি। জেমস ক্যামেরনের ছবির ৩ বছর পর এই ছবিটি নির্মাণের কাজ বলিউডে শুরু করেন গোবিন্দা।