গোবিন্দা-রবীনা ম্যাজিক বাংলা টেলিভিশনে! কোন অনুষ্ঠানে দেখা যাবে তারকাদের
নব্বইয়ের দশকের অন্যতম হিট জুটি গোবিন্দা ও রবীনা ট্যান্ডন। একের পর এক হিট গানের ছন্দে যেম পা মিলিয়েছেন তাঁরা, তেমনই একাধিক নামী ফিল্মেও দেখা গিয়েছে এই দুই তারকাকে। এবার সেই দুজনেই আসতে চলেছেন 'ডান্স বাংলা ডান্স ' অনুষ্ঠানের মঞ্চে।

সামনেই ' ডান্স বাংলা ডান্স জুনিয়ার' অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে। টিভিতে সেই এপিসোড সম্প্রচার হবে আগামী কয়েক সপ্তাহ বাদেই। তার আগে হয়ে গেল অনুষ্ঠানের শ্যুটিং। আর গ্র্যান্ড ফিনালের সেই এপিসোডে দেখা যাবে বলিউড তারকা গোবিন্দা ও রবীনা ট্যান্ডনকে। 'ডান্স বাংলা ডান্স' দশ সিজনের স্টেজ আরও একবার মাততে চলেছে 'আখিয়োঁ সে গোলিমারে'-র ছন্দে!
@govindaahuja21 sir & @TandonRaveena mdm In #dancebangladance Show 2018#Govinda #RavinaTandon #Bollywood pic.twitter.com/XLHa4OqueC
— Om Shinde (@omshinde94) August 18, 2018
উল্লেখ্য, শ্যুটিং এর দিন জ্বরে কাবু ছিলেন রবীনা। তবুও নাচের ছন্দেই স্টেজে প্রবেশ করেন তিনি। গোবিন্দা সেই সময়ে রবীনার সঙ্গে নাচে ব্যস্ত ছিলেন, তার মধ্যেই তিনি লক্ষ্য করেন রবীনার শরীর ভালো নেই। এরপর স্টেজ থেকে নামতেই রবীনার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন গোবিন্দা।