
আবার সুখবর বলিউডে! খুব শীঘ্রই মা হতে চলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর
বলিউডে বোল্ড অভিনয়ের পাশাপাশি স্পষ্টবক্তা হিসাবে পরিচিত স্বরা ভাস্কর। এবার তিনি নিজেকে এক নতুন ভূমিকায় নিয়ে যেতে চলেছেন। মা হতে চলেছেন স্বরা ভাস্কর। না, তিনি অন্তঃসত্ত্বা নন। তবে বহুদিনের ইচ্ছেকে মর্যাদা দিয়ে সন্তান দত্তক নিতে চলেছেন স্বরা। এরজন্য তিনি ইতিমধ্যে কেন্দ্রীয় দত্তক গ্রহণ সংশোধন প্রাধিকরণ (কারা)–এ রেজিস্ট্রেশন করিয়েছেন। 'নিল বটে সন্নাটা’ অভিনেত্রী এখন বাচ্চা দত্তক নেওয়া অপেক্ষার তালিকায় রয়েছেন।

অনাথ শিশু দত্তক নিতে চান
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বরা তাঁর এই ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি এখন সিঙ্গল রয়েছেন এবং এখনও বিয়ের কোনও পরিকল্পনা সামনে আসেনি। তবে স্বরা সাক্ষাতকারে জানিয়েছেন যে তাঁর সবসময়ই একটি পরিবার ও মা হওয়ার ইচ্ছা ছিল। স্বরা বলেন, 'আমি মনে করি যে দত্তক এমনই এক রাস্তা, যেখান থেকে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারব।' সৌভাগ্যক্রমে ভারতে একা মহিলাদের দত্তক নেওয়ার ওপর অনুমোদন রয়েছে। তিনি বলেন, 'আমি এমন অনেক দম্পতিকে দেখেছি যারা সন্তান দত্তক নিয়েছেন এবং সেই সব সন্তান এখন প্রায় প্রাপ্তবয়স্ক। আপাতত নিয়মকানুন ত্বরান্বিত হওয়ার আশায় রয়েছি।' প্রসঙ্গত স্বরা এটা নিয়ে অনেক গবেষণার পরই দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন।

পরিবার সঙ্গে রয়েছে স্বরার
স্বরা এও জানিয়েছেন যে তাঁর এই সিদ্ধান্তের সঙ্গে তাঁর পরিবার সঙ্গে রয়েছেন। স্বরা বলেন, 'বাচ্চা দত্তক নেওয়ার প্রক্রিয়াটি অনেক লম্বা হতে পারে, তাই আমাকে একটু অপেক্ষা করতে হবে। তিন বছরও লাগতে পারে। কিন্তু অভিভাবক হওয়ার জন্য আমি আর অপক্ষা করতে পারছি না।'

অনাথ শিশুদের সঙ্গে দিওয়ালি উদযাপন
রাজনৈতিক-সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সর্বদা ট্রোলের মুখে থাকা স্বরা এ বছর দিওয়ালি উদযাপন করেছিলেন অনাথ শিশুদের সঙ্গে। এখন তাদের মধ্যেই একজনকে দত্তক নিয়ে তিনি সেই শিশুর ভবিষ্যৎ গড়তে চান।

স্বরা–কঙ্গনা রানাওয়াত তরজা
সাম্প্রতিক যে কোনও ঘটনায় বরাবরই সরব স্বরা। মাস কয়েক আগে তিনি কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তরজাতেও জড়িয়েছিলেন। সমস্যার সূত্রপাত বলিউডের আইটেম সং নিয়ে। উল্লেখ্য, আইটেম সং-এ নাচ করার প্রসঙ্গে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফকে একহাত নিয়েছিলেন কঙ্গনা। কঙ্গনা দাবি করেছিলেন, তিনি কখনই আইটেম সং-এ নাচ করেননি। বরং তাঁর কাছে প্রস্তাব এলেও তিনি নাকচ করেছেন। এই তিন অভিনেত্রীর সমর্থনে টুইট করে স্বরা ২০১৩ সালে কঙ্গনা রানাওয়াত অভিনীত 'রাজ্জো' ছবির একটি দৃশ্য টুইট করেন। ওই ছবিতে একটি ড্যান্স নাম্বারেই নাচ করতে দেখা গিয়েছিল কঙ্গনাকে। স্বরা লিখেছিলেন, 'এই আইটেম নাম্বারে আপনার নাচ খুবই ভাল লেগেছে কঙ্গনা। আপনি সত্যিই একজন দারুণ পারফর্মার এবং নৃত্যশিল্পী। আপনার আগামী কাজের জন্য অপেক্ষায় রইলাম।' কঙ্গনাও স্বরা বি-লিস্টার বলে আক্রমণ করেন। যার জল গড়ায় বহুদূর।
ছবি সৌ:ইনস্টাগ্রাম