চন্দননগরে অজয় দেবগবের শ্যুটিং ঘিরে হইচইয়ের মাঝেই আরও এক খবর!' অ্যাংরিম্যান'-এর জব্বর চমক আসন্ন
বেশ কয়েকদিন ধরেই ঐতিহ্যের শহর চন্দননগরে শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন অভিনেতা অজয় দেবগন। শোন যাচ্ছে ফুটবল নিয়ে ফিল্ম 'ময়দান'এর শ্যুটিং এ চন্দননগরের স্ট্র্যান্ডের ধারে বহু ঐতিহাসিক জায়গায় শ্যুটিং করেছেন অজয়। এদিকে, এরই মধ্যে তারকাকে নিয়ে বলিউডে উঠে এলো আরও একটি খবর।

পরিচালক রোহিত শেট্টির সঙ্গে বহুদিনের সম্পর্ক অভিনেতা অজয়ের। আর সেই বন্ধুত্বের হাত ধরেই 'গোলমাল' সিরিজে একের পর এক ফিল্মে অজয়-ধামাকা দেখা যায়। রোহিত শেট্টি ও অজয় দেবগন জুটির 'গোলমাল' সিরিজের আসন্ন ছবি 'গোলমাল ৫' । আর সেখানে ফের একবার বলিউডের 'তানাজি'ই গোপালের চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন স্বয়ং পরিচালক রোহিত শেট্টি।
(সৌজন্য ফেসবুক)
এর আগে রোহিত শেট্টি 'সূর্যবংশী' ছবির প্রযোজনায় থাকবেন বলে জানা গিয়েছিল। সেই ছবিতে অবশ্য রয়েছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। তবে সেই ছবিতেও অজয় দেবগনকে দেখা যাবে বলে জানা গিয়েছে।