For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে জয় জয়কার ‘নোম্যাডল্যান্ড’ এবং ‘বোরাত’-এর

Google Oneindia Bengali News

সিনেমা ও টেলিভিশনে করোনা ভাইরাসের মহামারির প্রভাব পড়ায় এ বছর স্বাভাবিকের চেয়ে দু’‌মাস দেরিতে অনুষ্ঠিত হল ৭৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। এই প্রথমবার এই অনুষ্ঠান দ্বি–উপকূলীয় জায়গা থেকে অনুষ্ঠিত হল, যেখানে নিউ ইয়র্ক শহরের রেনবো রুম থেকে সহ–সঞ্চালনায় ছিলেন টনা ফে এবং ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন থেকে সহ–সঞ্চালনা করেন অ্যামি পোহেলার। ৩ ফেব্রুয়ারি গোল্ডেন অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করা হয়েছিল এবং এবং জেন ফন্ডা এবং নরম্যান লিয়ারকে সিসিল বি-এর প্রাপক হিসাবে ঘোষণা করা হয়। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন ধরনের শো এবং তারকারা বহু অ্যাওয়ার্ড জেতেন। জেনে নিন ২০২১ সালে গোল্ডেন গোল্ড অ্যাও্যার্ডের পুরো বিজয়ীদের তালিকা।

‌গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড

এবারের আসরে জয়জয়কার 'নোম্যাডল্যান্ড’ এবং 'বোরাত’-এর। সবচেয়ে বেশি সংখ্যক মনোনয়ন পেয়েও 'ম্যাংক’ ফিরেছে খালি হাতে।

ড্রামা ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে 'নোম্যাডল্যান্ড’।

কমেডি/মিউজিক্যাল ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতেছে 'বোরাত সাবসিকুয়েন্ট মুভিফিল্ম’।

সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন 'নোম্যাডল্যান্ড’-এর পরিচালক কোল ঝাও। গোল্ডেন গ্লোবের ইতিহাসে তিনি এই পুরস্কার পাওয়া দ্বিতীয় নারী। এর আগে ১৯৮২ সালে বারবারা স্ট্রেইস্যান্ড জিতেছিলেন সেরা নির্মাতার পুরস্কার।

প্রয়াত চ্যাডউইক বোজম্যান ড্রামা বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন 'মা রেইনি’স ব্ল্যাক বটম’ ছবির জন্য।

টেলিভিশনে সার্পোটিং রোলে সেরা পারফর্মের জন্য পুস্কৃত হলেন গিলিয়ান অ্যান্ডারসন।

এনি মোশন পিকাচারে সাপোর্টিং রোলের জন্য সেরা পারফম্যান্সের জন্য পুরস্কৃত হলেন জডি ফস্টার। তিনি '‌দ্য মরিশানিয়ান’‌ ছবির জন্য পুরস্কৃত হয়েছেন।

নেটফ্লিক্সের জনপ্রিয় ড্রামা '‌দ্য ক্রাউন’‌ও সেরা ড্রামা হিসাবে পুরস্কৃত হয়েছে।

ব্রিটিশ অভিনেতা জশ ও’‌কনার '‌দ্য ক্রাউন’‌–এ প্রিন্স চার্লসের ভূমিকায় অভিনয় করার জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জেতেন। এটি কনারের প্রথম মনোনয়ন ও প্রথম পুরস্কার প্রাপ্তি।

বিদেশি ভাষা বিভাগে সেরা মোশন পিকচার হিসাবে গোল্ডেন গ্লোব ২০২১ অ্যাওয়ার্ড জিতল '‌মিনারি’‌।

অভিনেতা রোজমুন্ড পাইক মোশন পিকচারের মিউজিক্যাল বা কমেডি ছবি নেটফ্লিক্সের '‌আই কেয়ার আ লট’‌ এর জন্য সেরা অভিনেত্রীর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড নিয়েছেন।

বেস্ট টেলিভিশন সিরিজ মিউজিক্যাল বা কমেডির জন্য পুরস্কার জিতল '‌শিটস ক্রিক’‌।

'‌দ্য ক্রাউন’‌–এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন অভিনেত্রী এমা কোরিন।

English summary
Take a look at the winners of the 78th Golden Globe Awards
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X