
বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয়ের জন্য সোনাজয়ী নীরজের প্রথম পছন্দ বলিউডের এই দুই অভিনেতাকে
অলিম্পিকে ভারতের ঝুলিতে সোনা এনে দিয়েছে নীরজ চোপড়া। স্বর্ণ পদক জয়ের পরই সোশ্যাল মিডিয়া জুড়ে নীরজের জন্য শুভেচ্ছার বন্যা বয়ে যায়। সম্প্রতি নীরজের একটি পুরনো সাক্ষাতকার সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে নীরজ জানিয়েছেন যে তাঁর বায়োপিক তৈরি হলে, তাঁর চরিত্রে কোন বলিউড অভিনেতা অভিনয় করবেন।

নীরজ চোপড়ার এই বড় সাফল্য পাওয়ার পর বহু বলিউড অভিনেতাই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। ২০১৮ সালে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাতকারের সময় (এশিয়ান গেমসের পর) নীরজ জানিয়েছিলেন যে তাঁর বায়োপিক যদি কোনওদিন বলিউডে তৈরি হয় তবে তাঁর ভূমিকায় তিনি রণদীপ হুডা বা অক্ষয় কুমারকে চান অভিনয় করুক। নীরজ সেই সময় বলেছিলেন, 'খুব দারুণ ব্যাপার হবে যদি বায়োপিক তৈরি হয়। বলিউডে রণদীপ হুডা, যিনি হরিয়ানার বাসিন্দা এবং অক্ষয় কুমারকে খুবই ভালো লাগে। আমি চাই এঁদের মধ্যে কেউ বায়োপিকে অভিনয় করুক।’ প্রসঙ্গত, নীরজের সোনা জয়ের পরই অভিনেতা অক্ষয় কুমার তাঁকে অভিনন্দন জানিয়ে লেখেন, 'সোনা জিতেছি। ইতিহাস তৈরির জন্য অনেক অনেক অভিনন্দন নীরজ চোপড়া। তোমার জন্য লক্ষ লক্ষ মানুষের চোখে জল এসেছে। দারুণ খেলেছো।’
নীরজকে অভিনন্দন জানানোর পরই অক্ষয় কুমারকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে মিম তৈরি হতে শুরু করে দেয়। অক্ষয় তাঁর পরবর্তী সিনেমা পেয়ে গিয়েছেন বলে নেটিজেনরা অভিনেতাকে নিয়ে মশকরা শুরু করেন নেট দুনিয়ায়। এখানেই শেষ নয়, কোনও এক সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্যই হয়তো লাঠি হাতে দাঁড়িয়ে অক্ষয় কুমার। পরনে লাল রঙের গেঞ্জি। টাইট জিন্স। মুখে হাসি। এমন একটি ছবি সম্প্রতি ভাইরাল হল নেট মাধ্যমে। যার ক্যাপশন পড়ে রীতিমতো হেসে লুটোপুটি খাচ্ছেন সকলে। ক্যাপশনে লেখা, 'নীরজ চোপড়ার বায়োপিকের সেট থেকে অক্ষয় কুমারের ছবি ফাঁস।’
টোকিও অলিম্পিকের মঞ্চে জ্যাভলিন ছুঁড়ে নীরজ চোপড়ার স্বর্ণপদক জয়ের পরেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন দেশবাসী। ছোট বেলার ছবি থেকে প্রথম সোনা জয়ের ছবিতে ভাসছে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম। আর সেই সঙ্গে নেট দুনিয়ায় অক্ষয় কুমারকে নিয়ে নানান ধরনের মিম ভাইরাল হচ্ছে। ঠাট্টা, মশকরা করা হলেও, ভারতের ক্রীড়াবিদদের সর্বদাই সমর্থন করেছেন অক্ষয়। টোকিও অলিম্পিকের শুরু থেকেই জয়ীদের উৎসাহিত করছিলেন তিনি। একথা স্বীকার করে নিয়েছেন পি ভি সিন্ধুও। ব্রোঞ্জ জয়ের পরেই অক্ষয়কে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেন তিনি। ধন্যবাদ সহ উৎসাহ জোগানোর জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন সিন্ধু। ফলে আগামী দিনে মিম যে বাস্তবে সত্যিও হতে পারে, সে জল্পনাও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।