For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ গণেশ চতুর্থী: কেন কাপুরদের আরকে স্টুডিওতে এবছর বন্ধ পুজো !

রাত পোহালেই গোটা মহারাষ্ট্র মেতে উঠতে চলেছে গণপতিতে সাড়ম্বরে আহ্বান করতে। এ বছর ২ রা সেপ্টেম্বর থেকে মুম্বই শহর আলো, তাসা, মরাঠি ঢোলে মেতে উঠবে গণেশ বন্দনায়।

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই গোটা মহারাষ্ট্র মেতে উঠতে চলেছে গণপতিতে সাড়ম্বরে আহ্বান করতে। এ বছর ২ রা সেপ্টেম্বর থেকে মুম্বই শহর আলো, তাসা, মরাঠি ঢোলে মেতে উঠবে গণেশ বন্দনায়। কারণ সোমবার দেশ জুড়ে পালিত হতে চলেছে গণেশ চতুর্থী। আর সেই মতো মুম্বইয়ের একাধিক তারকারাও আপাতত ব্যস্ত গণেশ বন্দনার শেষ মুহূর্তের প্রস্তুতিতে। তবে প্রতিবার এই উৎসব ঘিরে কাপুর পরিবারের যে উচ্ছ্বাসের ছবি দেখা যায়, বিখ্যাত কাপুর স্টুডিওতে , সেই দৃশ্য আর দেখা যাবে না এই বছর।

২০১৯ গণেশ চতুর্থী: কেন কাপুরদের আরকে স্টুডিওতে এবছর বন্ধ পুজো !

প্রতিবার মুম্বইয়ের রাস্তায় গণেশ বিসর্জনের সময় তাসা, ঢোলের সঙ্গে মেতে উঠতেন রণবীর, ঋষি, রণধীররা। তারকাদের মুখে বোল উঠত, "গণপতি বাপ্পা মোরিয়া..!'সেই দৃশ্য দেখতে ভিড় হত বহু তারকাভক্তের। এর আগে, মুম্বইয়ে কাপুরদের আরকে স্টুডিওতে ধুমধাম সহকারে পালিত হত গণেশ চতুর্থী উৎসব। তবে এবার আর আরকে স্টুডিওতে পালিত হবে না গণেশ চতুর্থী। মূলত, আর কে স্টুডিও বিক্রি হয়ে যাওয়াতে এই পুজো এই বছর থেকে বন্ধ করেছে কাপুররা। রণধীর কাপুর বলেন, 'স্টুডিওই যখন নেই, তাহলে পুজো করলে কোথায় করা যাবে বলুন? '

কাপুর পরিবারের সদস্য তথা ভারতীয় চলচ্চিত্রের 'শোম্যান' রাজ কাপুরের হাত ধরে এই গণেশ পুজো শুরু হয়। ৭০ বছর আগে সেই পুজো রাজ কাপুরের হাত ধরে শুরু হওয়ার পর, কাপুরদের পরবর্তী প্রজন্ম তা চালিয়ে নিয়ে যায়। আর এতবছরের ঐতিহ্য হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো মুষড়ে পড়েছেন কাপুররা।

English summary
Ganesh Chaturthi 2019, Why Kapoors wont celebrate puja in RK Studio this year .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X