For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিরুপতি থেকে স্বর্ণমন্দির, প্রথম বিবাহবার্ষিকী এভাবেই কাটালেন দীপবীর

তিরুপতি থেকে স্বর্ণমন্দির, প্রথম বিবাহবার্ষিকী এভাবেই কাটালেন দীপবীর

Google Oneindia Bengali News

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ওরফে দীপবীরের বিয়ের একবছর পূর্ণ হল। গতবছর এই দিনেই দুই হাত চার হয়েছিল ইতালির লেক কোমোতে। বিয়ের প্রথম জন্মদিন। তবে এই দিনটি খুব জাঁকজমক করে নয়, নিতান্তই পরিবারের সঙ্গে কাটাচ্ছেন দীপবীর। সেলেব দম্পতি সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের এই দিনটি তাঁরা অন্ধ্রপ্রদেশের তিরুমালাতে গিয়ে ভগবান ভেঙ্কটেশ্বরার কাছে প্রার্থনা করবেন। তাই বুধবারই দীপবীর অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে উড়ে যান।

তিরুপতি থেকে স্বর্ণমন্দির, প্রথম বিবাহবার্ষিকী এভাবেই কাটালেন দীপবীর


বৃহস্পতিবার রণবীর–দীপিকার মন্দিরে যাওয়ার ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দীপিকাকে দেখা গিয়ে লাল রঙের জরির শাড়ি ও ভারী সোনার গয়নয়। মাথায় রয়েছে চওড়া করে সিঁদুর। রণবীরকে তাঁর পাশে দেখা গিয়েছে লাল ও ক্রিম রক্ষের শেরওয়ানি পরে। ভেঙ্কটেশ্বরা মন্দিরের পর তাঁরা তিরুপতির পদ্মাবতী দেবীর মন্দিরেও যাবেন প্রার্থনা করতে। রিপোর্টে জানা গিয়েছে, দীপবীর এরপর ১৫ নভেম্বর অমৃতসরের স্বর্ণমন্দিরে যাবেন এবং ওইদিনই মুম্বই ফিরে আসবেন। অর্থাৎ তাঁরা তাঁদের বিয়ের দু’‌দিনই মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াবেন। এর আগেও রণবীর–দীপিকার বিমানবন্দরের ছবিও ভাইরাল হয়।

'‌রাম–লীলা’‌ জুটি তাঁদের প্রথম বিবাহবার্ষিকী নিয়ে বেশ উত্তেজিত ছিলেন। যা তাঁদের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখলেই বোঝা যায়। দীপিকা তাঁর ইনস্টা স্টোরিতে রণবীরের ফেস মাস্ত পরা একটি ছবি দিয়ে লেখেন যে প্রথম বিবাহবার্ষিকীর প্রস্তুতি চলছে। সাতবছর চুটিয়ে ডেট করার পর অবশেষে গত বছর নভেম্বরে বিয়ে করেন দীপবীর। ইটালির লেক কোমোতে কিছু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারকে নিয়ে চুপিসারে বিয়ে সারেন তাঁরা। ১৪ নভেম্বর দীপবীর কঙ্কোনি মতে বিয়ে করেন এবং সিন্ধি মতে বিয়ে করেন ১৫ নভেম্বর। মুম্বইতে হয় তাঁদের গ্র‌্যান্ড রিসেপশন।

English summary
Deepbir will next visit the Golden Temple of Amritsar on November 15 and return to Mumbai that day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X