For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমকাম ইস্যুতে যুগান্তকারী রায় নিয়ে মুখ খুললেন টলিউড তারকারা, কী বলছেন পরম-আবির-সন্দীপ্তারা

সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের রায়ে এক ইতিহাস তৈরি হয়েছে এদেশে। আইনতভাবে বৈধতা দেওয়া হয়েছে সমকামকে। শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে বলিউড।

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের রায়ে এক ইতিহাস তৈরি হয়েছে এদেশে। আইনতভাবে বৈধতা দেওয়া হয়েছে সমকামকে। শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে বলিউড। স্বাগত বার্তা উঠে এসেছে টলিউজের সেলেবদের তরফেও।

সন্দীপ্তা সেন

সন্দীপ্তা সেন

টেলি অভিনেত্রী সন্দীপ্তা জানিয়েছেন, 'এটা বিশাল একটা সিদ্ধান্ত। আমি এই রায়ে খুবই খুশি। এতে সমকামী মানুষের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে। ' এবার থেকে সমকামীরা প্রাপ্য সম্মান ও শ্রদ্ধা পাবেন বলে আশা করা হচ্ছে।

[আরও পড়ুন:সমকাম বৈধতা পেতেই ঋতুপর্ণকে স্মরণ কৌশিকের, দিলেন এক অপূর্ব বার্তা][আরও পড়ুন:সমকাম বৈধতা পেতেই ঋতুপর্ণকে স্মরণ কৌশিকের, দিলেন এক অপূর্ব বার্তা]

পরমব্রত

শীর্ষ আদালতের রায়ে দেশে স্বাধীনতার প্রতি সম্মান জানানো হয়েছে বলে মনে করেন পরমব্রত চট্টোপাধ্যায়। নিজের মতামত প্রকাশ করে এদিন তিনি একটি টুইটও করেন।

[আরও পড়ুন: দুর্গাপুজোয় প্রেমের কোন গল্প নিয়ে আসছেন অর্জুন-পরিণীতি! দেখুন ভিডিও ][আরও পড়ুন: দুর্গাপুজোয় প্রেমের কোন গল্প নিয়ে আসছেন অর্জুন-পরিণীতি! দেখুন ভিডিও ]

আবির চট্টোপাধ্যায়

আবির চট্টোপাধ্যায়

আবির চট্টোপাধ্যায়ের মতে, এ প্রসঙ্গে চিফ জাস্টিসের মন্তব্যটিই উপযুক্ত। 'আমি যেমন সেভাবে গ্রহণ করা হোক আমাকে', সমকামিতা নিয়ে আদালতের এমন মনোভাবকে স্বাগত জানান আবির। তিনি বলেন, ব্যক্তিগত পছন্দ অপছন্দে আইনের বোঝা চাপিয়ে দেওয়া একেবারেই ভালো জিনিস নয়।

[আরও পড়ুন: সমকাম-বৈধতা নিয়ে ঐতিহাসিক রায় ঘিরে কী বলছে বলিউড! প্রতিক্রিয়া করণ থেকে প্রীতির ][আরও পড়ুন: সমকাম-বৈধতা নিয়ে ঐতিহাসিক রায় ঘিরে কী বলছে বলিউড! প্রতিক্রিয়া করণ থেকে প্রীতির ]

সৃজিত মুখোপাধ্যায়

সৃজিত মুখোপাধ্যায়

সৃজিত বলছেন,' আমি দেখেছি কীভাবে আমার বন্ধুরা সহ্য করেছেন এই ইস্যুটি নিয়ে। আমি লম্বা লড়াই করেছি। আমি আজ খুবই খুশি।'

English summary
From Parambrata to Abir , Tollywood industry lauds supreme court's verdict .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X