For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কে কে থেকে সিদ্ধার্থ শুক্লা, তারকাদের অকাল প্রয়াণে হতবাক দর্শকবৃন্দ

কে কে থেকে সিদ্ধার্থ শুক্লা, তারকাদের অকাল প্রয়াণে হতবাক দর্শকবৃন্দ

  • |
Google Oneindia Bengali News

'হাম রাহে ইয়া না রাহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’-হিন্দি গানের এই লাইনগুলি আবারও সত্য প্রমাণিত হল গতকাল। কলকাতার নজরুল মঞ্চে একটি কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে। মঙ্গলবার রাতে সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন কৃষ্ণকুমার কুন্নাথ। তারপর তড়িঘড়ি করে হাসপাতালে শিল্পীকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ৩১ মে ৫৩ বছর বয়সে প্রয়াত হলেন এই বিশিষ্ট শিল্পী। কে কে-র অকাল প্রয়াণে শোকাহত গোটা বিশ্ব। তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকজন বলিউড তারকার অকাল প্রয়াণ হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে শিল্পী মহল। দেখে নেওয়া যাক, সেইসব তারকাদের, যাঁদের অকাল প্রয়াণে হতবাক হয়েছে দর্শকবৃন্দ।

কে কে

কে কে

কে কে ছিলেন ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম বহুমুখী গায়ক। তিনি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং বাংলা সহ বিভিন্ন ভাষায় সুপারহিট গান গেয়েছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বলে জানা গেছে। কলকাতার নজরুল মঞ্চে কনসার্টের পরেই কে কে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে তড়িঘড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাত ১০টা নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা তাঁকে 'মৃত' বলে ঘোষণা করেন।

সিদ্ধার্থ শুক্লা

সিদ্ধার্থ শুক্লা

২ সেপ্টেম্বর, ২০২১-এ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সিদ্ধার্থ শুক্লাকে মুম্বইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আগের রাতে তিনি অস্বস্তি বোধ করেছিলেন এবং ঘুমাতে যাওয়ার আগে কিছু ওষুধ খেয়েছিলেন। তবে সকালে আর তিনি ঘুম থেকে ওঠেনি। অনেক ডাকার পরেও সিদ্ধার্থ সাড়া না দেওয়ায় তাঁর মা, রীতা শুক্লা সিদ্ধার্থের বোনকে ডাকেন। কিন্তু এরপরেও তঁর কোনও সাড়া পাওয়া যায়নি। প্রয়াত অভিনেতাকে ৩ সেপ্টেম্বর, ২০২১-এ ওশিওয়ারায় দাহ করা হয়েছিল। ব্রহ্মা কুমারিসে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার থাকলেও, অনুমতি সংক্রান্ত সমস্যার কারণে, এটি ওশিওয়ারায় হয়েছিল। সিদ্ধার্থ শুক্লাকে শেষ এক ঝলক দেখতে তাঁর অনেক ভক্ত ও অনুগামীরা রাস্তা অবরোধ করেছিলেন। ব্রহ্মা কুমারীসের রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হয়।

 সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুতকে ১৪ জুন, ২০২০তে মুম্বইয়ে তাঁর বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। 'এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'কেদারনাথ' এবং 'ছিছোরে'-সহ অন্যান্য ছবিতে অভিনয় করছেন এই অভিনেতা। তাঁর অভিনীত শেষ ছবি, 'দিল বেচারা' (২০২০), হটস্টারে মরণোত্তর মুক্তি পায়। মুম্বই পুলিশও পরে তাঁর মৃত্যুর তদন্ত শুরু করে। ১৯ অগাস্ট ২০২০-তে সুপ্রিম কোর্ট, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) কে তদন্তের ভার দেয়। ঘটনায় এনসিবি (নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো)ও জড়িত ছিল।

 শ্রীদেবী

শ্রীদেবী

শ্রীদেবী ২০১৮ সালে দুবাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও প্রাথমিকভাবে বিশ্বাস করা হয়েছিল যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তবে, শ্রীদেবীর ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে যে, অভিনেত্রীর মৃত্যুর কারণ দুর্ঘটনাক্রমে ডুবে যাওয়া। অভিনেত্রীর মরদেহ পরে মুম্বইয়ে ফিরিয়ে আনা হয় যেখানে তাঁকে দাহ করা হয়। হাওয়া হাওয়াই গার্ল প্রায় ৩০০ টি ছবিতে কাজ করেছেন এবং মাত্র ৪ বছর বয়সে তাঁর কর্মজীবন শুরু হয়েছিল।

 প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়, জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'বালিকা বধূ'তে আনন্দীর চরিত্রে অভিনয় করেছিলেন। ১ এপ্রিল, ২০১৬ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ২৪ বছর। অভিনেত্রীকে তাঁর গোরগাঁওয়ের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। প্রত্যুষাকে তাঁর লিভ-ইন বয়ফ্রেন্ড রাহুল রাজ সিং আন্ধেরির একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 জিয়া খান

জিয়া খান

জিয়া খানকে ৩ জুন, ২০১৩ সালে মুম্বইয়ের জুহুতে তাঁর অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। মৃত্যুর আগে অভিনেত্রী সুরাজ পাঞ্চোলির সঙ্গে সম্পর্কে ছিলেন। অভিনেত্রীর বোন তাঁর প্রেমিক সুরাজ পাঞ্চোলিকে সম্বোধন করে একটি ছয় পৃষ্ঠার সুইসাইড নোট খুঁজে পেয়েছিলেন। চিঠিটি ইঙ্গিত করেছিল যে, জিয়া তাঁর জীবন শেষ করার পরিকল্পনা করেছিল। তাঁর এবং সুরাজের মধ্যে অশান্তির কথাও লেখা ছিল ওই সুইসাইড নোটে। ২০১৪ সালের জুলাইয়ে, বোম্বে হাইকোর্ট সিবিআইকে মামলাটি তদন্ত করার নির্দেশ দেয়।

 দিব্যা ভারতী

দিব্যা ভারতী

দিব্যা ভারতী ৫ এপ্রিল, ১৯৯৩ সালে আন্ধেরি পশ্চিমের ভার্সোভায় তাঁর অ্যাপার্টমেন্টের বারান্দার জানালা থেকে পড়ে যান। অভিনেত্রীকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুর আনুষ্ঠানিক কারণ হিসেবে ঘোষণা করা হয়েছে, মাথায় গুরুতর আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় দিব্যা ভারতী'র বয়স হয়েছিল ১৯ বছর। দিব্যার মৃত্যু অনেক ষড়যন্ত্র তত্ত্ব দ্বারা অনুসরণ করা হয়েছিল, সেইসময় অনেকেই দাবি করেছিলেন যে এটি একটি পরিকল্পিত হত্যা ছিল। দিব্যা ভারতী তাঁর স্বল্প কর্মজীবনে ২০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি ১৯৯০ সালে তেলেগু চলচ্চিত্র 'ববিলি রাজা'র মাধ্যমে আত্মপ্রকাশ করেন। দিব্যা ভারতীর হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় 'বিশ্বাতমা' ছবির মাধ্যমে।

পারভিন ববি

পারভিন ববি

পারভিন ববি ২০০৫ সালে একাধিক অঙ্গ ব্যর্থতার কারণে মারা যান। মৃত্যুর চার দিন পর অভিনেত্রীর দেহ তাঁর ফ্ল্যাটে পাওয়া যায়। আজ, আমরা পারভিন ববিকে তৎকালীন সময়ের 'বস লেডি' হিসাবে স্মরণ করবো। তিনি 'দিওয়ার', 'নামক হালাল', 'অমর আকবর অ্যান্টনি' এবং 'শান'-এর মতো ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন। তিনিই প্রথম বলিউড অভিনেত্রী যিনি ১৯৭৬ সালে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ করেন।

দেখে নিন সঙ্গীতশিল্পী কেকের সেরা গানের তালিকাদেখে নিন সঙ্গীতশিল্পী কেকের সেরা গানের তালিকা

English summary
some sohocking and untimely deaths of few celebrities, sudden deaths, bollywood celebrities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X