For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গুমনামী' ঘিরে সংকটের মেঘ ঘনীভূত আরও! ছবি বয়কটের ডাক এক রাজনৈতিক দলের

ফরোয়ার্ড ব্লক অফিসে গিয়ে নেতৃবৃন্দের সামনে 'গুমনামী' ছবিটির ট্রেলার প্রদর্শন করে আসেন সৃজিত। সেই ছবিটি নিয়ে সেসময় আলোচনাও হয়।

  • |
Google Oneindia Bengali News

ফরোয়ার্ড ব্লক অফিসে গিয়ে নেতৃবৃন্দের সামনে 'গুমনামী' ছবিটির ট্রেলার প্রদর্শন করে আসেন সৃজিত। সেই ছবিটি নিয়ে সেসময় আলোচনাও হয়। কারণ দলের তরফে দাবি করা হয়েছিল ছবিটিতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে।

গুমনামী ঘিরে সংকটের মেঘ ঘনীভূত আরও! ছবি বয়কটের ডাক এক রাজনৈতিক দলের

সেই একই দাবি নিয়ে এবারেও ফের একবার নতুন করে সোচ্চার ফরোয়ার্ড ব্লক। সৃজিতের ছবির শুরুতেই নেতাজির প্রতিষ্ঠিত দল 'ফরোয়ার্ড ব্লক' কে কৃতজ্ঞতা জাানানো হয়েছে। তবে , দলের দাবি, তাঁরা এই সম্পর্কে কোনও সাহায্য করেননি ফিল্ম নির্মাতাদের। তাঁদের আরও দাবি, যে কখনওই ফরোয়ার্ড ব্লকের কোনও নেতার সঙ্গেই ফিল্মটি নিয়ে যোগাযোগ করেননি নির্মাতারা। ফলে সেই সম্পর্কে কেন 'কৃতজ্ঞতা' লেখা থাকবে ফিল্মে। বামপন্থী এই দলের দাবি, 'বিকৃত এই ছবি' নিয়ে তাঁদের কোনও সহযোগিতা নেই।

[গুমনামী রিভিউ: মৃত্যু অথবা মৃত্যু নয়! নেতাজীর অন্তর্ধান রহস্য নিয়ে শারদীয় সৃজিতের পুজোর উপহার][গুমনামী রিভিউ: মৃত্যু অথবা মৃত্যু নয়! নেতাজীর অন্তর্ধান রহস্য নিয়ে শারদীয় সৃজিতের পুজোর উপহার]

ফরোয়ার্ড ব্লক নেতাদের জন্য বিশেষ একটি স্ক্রিনিং এর ব্যবস্থা করেছিলেন ছবির নির্মাতারা। কিন্তু ছবি দেখে নেতৃবৃন্দের মনে হয়েছিল যে ছবিটি সম্ভবত একটি বিশেষ বই অবলম্বনে লেখা। বাস্তবের সঙ্গে এর কোনও মিল নেই। নেতাজির মতো 'বিপ্লবী'কে কেন 'সাধু' রূপে চিহ্নিত করা হয়েছে? এই প্রশ্নই তুলে ছবি বয়কটের ডাক দিয়েছে ফরোয়ার্ড ব্লক।

English summary
Forword block demands Boycott of Srijit's film Gumnami.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X