For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসছে 'বন্ড ২৫', আগের ছবিগুলিকে কেন ছাপিয়ে যাবে বন্ড সিরিজের এই নতুন ছবি

নতুন বন্ড চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বাধছেন চলচ্চিত্রকার ড্যানি বয়েল এবং অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ।

Google Oneindia Bengali News

এখনও এর বছরেরও বেশি দেরী। কিন্তু এখন থেকেই উত্তেজিত বন্ড-প্রেমীরা। হ্যাঁ আবার বড় পর্দায় আসছে জেমস বন্ড। তবে তার চেয়েও উত্তেজনাকর তথ্য হল এই প্রথম বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিখ্যাত ব্রিটিশ পরিচালক ড্যানি বয়েল ও অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। কাজেই আগামী বন্ড সিনেমা নিয়ে সিনেমাপ্রেমীদের মত সমান উত্তেজিত এই সিনেমার পরিবেশকরাও। তাঁদের দাবি ড্যানির সিনেম্যাটিক ভিশন আর বন্ডের চরিত্রে ড্যানিয়েলের একেবারে মানানসই, মাপা অভিনয়ের মিশেলে বন্ড সিরিজের আগের সব সিনেমাকে ছাপিয়ে যাবে আগামী বন্ড। ২০১৯ সালের ২৫ অক্টোবর নতুন বন্ড-ছবির মুক্তি পাওয়ার কথা হলেও এখন থেকেই প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছে।

আবার পর্দায় আসছে জেমস বন্ড

ইন্ডাস্ট্রিতে দুজনেরই অনেকদিন হয়ে গেল। একদিকে পরিচালক ড্যানি বয়েল দর্শকদের উপহার দিয়েছেন শ্য়ালো গ্রেভ, টুয়েন্টি এইট ডেজ লেটার, ট্রেইনস্পটিং, ১২৭ আওয়ার্স বা স্লামডগ মিলিয়নিয়ার-এর মতো ছবি। অন্যদিকে জেমস বন্ডের চরিত্রের পাশাপাশি মিউনিখ বা দ্য ট্রেঞ্চ বা গার্ল ইউথ ড্রাগন ট্যাটু-র মতো ছবিতে ড্যানিয়েল ক্রেগের অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। কিন্তু এতদিনেও দুজনে জুটি বেধে বড় পর্দায় কোনও কাজ করা হয়নি। এর আগে ২০১২ সালে অবশ্য একসঙ্গে একটা কাজ করেছিলেন তাঁরা। সে বছর লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে বয়েল ব্রিটিশ সংস্কৃতিতে তুলে ধরতে বেশ কয়েকটি সেগমেন্টের 'আইল অব ওয়ান্ডার' নামে একটি ভিডিও তৈরি করেন। একটি সেগমেন্টে ছিল বন্ডকে নিয়ে। সেখানে জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করেন ক্রেগ। সেই স্বল্প দৈর্ঘের সেগমেন্টটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

আবার পর্দায় আসছে জেমস বন্ড

ব্যাপারটা ছিল দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। একদিনে সিনেপ্রেমীদের মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। বন্ড সিরিজের পূর্ণ দৈর্ঘের ছবি করতে চলেছেন বয়েল ও ক্রেগ। এখন অবধি ছবির নাম ঠিক আছে বন্ড ২৫। এ ছবির আরও এক আকর্ষণ চিত্রনাট্যকার জন হজ। হজ এর আগে ড্যানির ট্রেইনস্পটিং আরভিন ওয়েলস-এর উপন্য়াসের ওপর ভিত্তি করে লেখা সেই চিত্রনাট্য অস্কারের দৌড়ে ছিল। এবার অবশ্য আর কোনও লেখার ওপর ভিত্তি করে নয়, অরিজিনাল চিত্রনাট্যই রচনা করবেন তিনি। জানা গিয়েছে এবছরের ৩ ডিসেম্বর থেকে ইংল্যান্ডের পাইনউড স্টুডিওয় শুরু হবে এ ছবির শুটিং।

আবার পর্দায় আসছে জেমস বন্ড

আবার পর্দায় আসছে জেমস বন্ড

এর আগে অবশ্য বন্ডের চরিত্র আর করবেন না বলে জানিয়েছিলেন ড্যানিয়েল ক্রেগ। এর আগে ক্যাসিনো রয়্যাল, কোয়ান্টাম অব সোলেস, স্কাইফল ও স্পেকটার ছবিতে বন্ডের চরিত্র করেছেন তিনি। অভিনেতা হিসেবে এক চরিত্র করতে করতে হাঁপিয়ে উঠেছেন বলে জানিয়েছিলেন এই অভিনেতা। তাতে বন্ডের ভক্তকূল বেশ হতাশই হয়েছিল। কারণ তাঁর অভিনিত বন্ডই, সেরা জেমস বন্ড বলে মনে করেন অনেকেই। তবে গত আগস্টে তিনি বন্ড সিরিজের এই ২৫ তম ছবিতে অভিনয় করবেন বলে ঘোষণা করেন।

আবার পর্দায় আসছে জেমস বন্ড

আবার পর্দায় আসছে জেমস বন্ড

কাজ শুরুর আগে থেকেই এই নতুন ছবিটি নিয়ে আশায় বুক বাধছেন প্রোডাকশন হাউস থেকে পরিবেশক সকলেই। ইওএন প্রোডাকশন-এর মাইকেল জি উইলসন ও বারবারা ব্রকোলির মতে, বয়েল একটি 'ব্যতিক্রমী প্রতিভা'। তাঁরা তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছভসিত বলে জানিয়েছেন। যুক্তরাজ্য ও অন্যত্র ছবিটি পরিবেশনা করবে 'ইউনিভার্সাল', আর আমেরিকার পরিবেশক 'এমজিএম'। দুই সংস্থাই বন্ড চরিত্রে 'অতুলনীয়' ড্যানিয়েল ক্রেগ ও পরিচালক হিসেবে ড্যানি বয়েলের 'অসাধারণ দৃষ্টিভঙ্গি'-র মেলবন্ধন নিয়ে ঘটনাকে 'অসমান্তরাল' বলে বর্ণনা করেছেন। তারা বলছে ছবিটির পরিবেশক হতে পেরে তারা গর্বিত।

English summary
Filmmaker Danny Boyle and actor Daniel Craig are uniting for the first time for the big screen through new Bond movie.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X