For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশের শুভকে সরিয়ে সৌমিত্র অভিনীত 'অপু' চরিত্রে কোন টলিউড তারকা!

ষাট বছর আগে যেখানে শেষ হয়েছিল অপুর চলা, ঠিক সেখান থেকেই অপু আবার হাঁটবে। অপু হয়তো আবারও উপন্যাস লিখবে, অপু হয়তো বাঁশি আবারও হাতে তুলে নেবে!

  • |
Google Oneindia Bengali News

ষাট বছর আগে যেখানে শেষ হয়েছিল অপুর চলা, ঠিক সেখান থেকেই অপু আবার হাঁটবে। অপু হয়তো আবারও উপন্যাস লিখবে, অপু হয়তো বাঁশি আবারও হাতে তুলে নেবে! বিভূতিভূষণের তৈরি চরিত্র , সেলুলয়েডের ফ্রেমে অভূতপূর্ব করে তুলেছিলেন সত্যজিৎ রায়। আর অপু বলতে বাঙালি এতদিন যাঁকে চিনত তিনি সত্যজিতের ছবির 'অপু' সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই অপুকে নিয়েই আসছে ছবি 'অভিযাত্রিক'।

বাংলাদেশের শুভকে সরিয়ে সৌমিত্র অভিনীত অপু চরিত্রে কোন টলিউড তারকা!

১৯৪০ সালের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে 'অভিযাত্রিক'। শুভ্রজিৎ মিত্রে পরিচালিত এই ছবির নাম 'অভিযাত্রিক, দ্য ওয়ান্ডার লাস্ট'। ছবিতে প্রথমে সৌমিত্র অভিনীত চরিত্র অপুর ভূমিকায় থাকবার কথা ছিল বাংলাদেশের অভিনেতা আফরিন শুভর। তবে সূত্রের খবর, তাঁ জায়গায় এই চরিত্রে এবার অভিনয় করতে চলেছেন টলিউড তারকা অর্জুন চক্রবর্তী। ছবিতে অপর্ণার চরিত্রে থাকছেন দিতিপ্রিয়া রায়। প্রসঙ্গত এই আইকনিক অপর্ণার চরিত্রে সত্যজিতের ছবিতে ছিলেন শর্মিলা ঠাকুর। অপুর অ্যাডভেঞ্চারের সঙ্গীর ভূমিকায় রয়েছেন সব্যসাচী চক্রবর্তী। ছবিতে কস্টিউম ডিজাইনিং এ রয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া তামাম ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল।

অপু মানে..সাদা কাশবন আর সেখানে অবাক সারল্য নিয়ে দিদির হাত ধরে দাঁড়িয়ে থাকা এক বালক। অপু মানে..সংসারের যাবতীয় কিছু হারিয়েও শুধু 'বাবা' ডাক শোনার পরিতৃপ্তির হাসি এক তরুণের চোখে মুখে... আর বাঙালির অপু মানে সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার সেই সৌমিত্রের জায়গায় আফরিন বাঙালি মন কতটা জয় করতে পারেন সেদিকেই নজর থাকবে চলচ্চিত্রপ্রেমীদের। আর সেই অপু আরও একবার নতুন মোড়কে বাঙালির জীবনে ফিরে এসে সত্যজিৎপ্রেমীদের মুগ্ধ করতে পারে কি না সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!

English summary
For Apu's character Arjun Chakraborty replaces Bangladesh's Afrin Shubho .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X