For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান্ধীজিকে নিয়ে বহু আলোচিত কয়েকটি ফিল্ম , তালিকায় রয়েছে এই অস্কার বিজয়ী ছবিটিও

মহত্মার চিন্তাভাবনার বিভিন্ন দিককে তুলে ধরে ভারতীয় তথা আন্তর্জাতিক সিনেমা জগতে বহু ছবি নির্মিত হয়েছে। এক নজরে চোখ বোলানো যাক সেই তালিকার কয়েকটি বিশেষ ছবিতে।

  • |
Google Oneindia Bengali News

যে কোনও ব্যাক্তিত্বকে কেন্দ্র করে একটা গোটা চরিত্র নির্ভর ফিল্ম তৈরি করা বেশ চ্যালেঞ্জের কাজ। বিভিন্ন সময়ে ভারতীয় সিনেমায় এই কঠিন কাজের বাস্তব রূপায়ণ দেখা গিয়েছে। তবে আর চার পাঁচটা চরিত্র নির্ভর ছবির থেকে কোনও দেশনায়ককে নিয়ে ছবি তৈরি করাটা একেবারেই আলাদা । আর যদি সেই ছবি জাতীর জনক মহত্মা গান্ধীকে নিয়ে তৈরি হয়, তাহলে সেই ফিল্মের গুরুত্ব অন্য এক পর্যায়ে উঠে যায়।

[আরও পড়ুন:(ছবি) মহাত্মার জন্ম জয়ন্তী : জেনে নিন তাঁকে নিয়ে অজানা নানা তথ্য][আরও পড়ুন:(ছবি) মহাত্মার জন্ম জয়ন্তী : জেনে নিন তাঁকে নিয়ে অজানা নানা তথ্য]

মহত্মার চিন্তাভাবনার বিভিন্ন দিককে তুলে ধরে ভারতীয় তথা আন্তর্জাতিক সিনেমা জগতে বহু ছবি নির্মিত হয়েছে। সেই সমস্ত ছবির তালিকা নেহাত কম নয়। এক নজরে চোখ বোলানো যাক সেই তালিকার কয়েকটি বিশেষ ছবিতে।

'গান্ধী'

'গান্ধী'

মহত্মার মতো ব্যাক্তিত্বকে নিয়ে ছবির তালিকা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই উঠে আসে রিচার্ড অ্যাটেনবার্গের অস্কার বিজয়ী ছবি 'গান্ধী'। ১৯৮২ সালে মুক্তি পায় এই ছবি। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মহত্মার প্রভাবকে কাহিনি বিন্যাসের নিউক্লিয়াস হিসাবে এই ছবিতে তুলে ধরা হয়েছে। ছবির জন্য ব্রিটিশ অভিনেতা বেন কিঙ্গসলে অস্কার জেতেন।

 'লগে রহো মুন্নাভাই'

'লগে রহো মুন্নাভাই'

২০১০ সালে সঞ্জয় দত্ত অভিনীত ছবি 'লগে রহো মুন্নাভাই' বেশ জনপ্রিয় হয়। ছবির মূল উপজীব্য ছিল 'দাদাগিরি' সরিয়ে সমাজব্যাবস্থায় 'গান্ধীগিরি' আনা। অর্থাৎ মহত্মাগান্ধীর দেখানো অহিংসার রাস্তায় গিয়ে সমস্যার সমাধান করা। এছবি সেই সময়ে বক্স অফিসে বেশ ভালো সাড়া পায়।

'হে রাম'

'হে রাম'

২০০০ সালে কামাল হাসান অভিনীত ছবি 'হে রাম' মুক্তি পায়। এই ছবিতে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহত্মার অন্য একটি দিককে তুলে ধরা হয়। তবে ছবি নিয়ে সেই সময়ে বেশ বিতর্ক দেখা দেয়। ছবিতে গান্ধীজির ভূমিকায় অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ।

 'গান্ধী, মাই ফাদার'

'গান্ধী, মাই ফাদার'

মহত্মা গান্ধীর জীবন নিয়ে বহুছবিই হয়েছে, কিন্তু তাঁর ছেলে হিরালালের নজরে তাঁর বাবার জীবনদর্শন তুলে ধরে ছবি সেভাবে দেখা যায়নি। আর এই বিষয়টি নিয়েই ছবি 'মাই ফাদার গান্ধী'। ছবিতে হিরালালের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় খান্না। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি বেশ জনপ্রিয়তা পায়। সেই বছরের জাতীয় পুরস্কারও জিতে নেয় এই ছবি।

সর্দার

সর্দার

১৯৯৩ সালে মুক্তি প্রাপ্ত পরেশ রাওয়াল অভিনীত ছবি 'সর্দার'। ছবিতে সর্দার বল্লভভাই প্যটেলের স্বাধীনতার লড়াইয়ের কাহিনি মূল উপজীব্য হলেও , সেই লড়াইয়ে গান্ধীজির প্রভাবকে বিশেষভাবে তুলে ধরা হয় । সর্দারের ভূমিকায় অভিনয় করেন পরেশ রাওয়াল।

'মেকিং অফ মহত্মা'

'মেকিং অফ মহত্মা'

কীভাবে গান্ধীজি থেকে তিনি হয়ে উঠলেন 'মহত্মা' সেই গল্পই বর্ণিত হয়েছে ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে। মোহনদাস করমচাঁদ গান্ধীর ভূমিকায় ছবিতে অভিনয় করেছেন রজত কাপুর। শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবিও মুক্তির পর থেকেই আলোচনায় চলে আসে।

English summary
The medium of cinema has never shied away from experimenting with scripts that are based on historical events, events or great personalities from India. One such historical figure whose story has often been told on the silver screen, both in Hindi and English, is the Father of our Nation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X