For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নায়িকাদের জীবন নিয়ে তৈরি এই বিতর্কিত ছবিগুলি মুখোশ খুলেছে নানা অজানা ঘটনার

একনজরে দেখে নেওয়া যাক, সেই সমস্ত বলিউড ফিল্ম যা টেনে বার করেছে বলিউডকে ঘিরে থাকা বহু অজানা দিককে।

  • |
Google Oneindia Bengali News

বলিউডকে ঘিরে রয়েছে বহুবিধ বিষয়। কোথাও প্রেম, কোথাও লালসা, কোথাও ভোগ, অবসাদ তো কোথাও মুম্বইয়ের অন্ধকার জগতের থাবা। আর এই সমস্ত রকমের বিষয়ই ঘুরপাক খায় বলিউডের নায়িকাদের ঘিরে। একনজরে দেখে নেওয়া যাক, সেই সমস্ত বলিউড ফিল্ম যা টেনে বার করেছে বলিউডকে ঘিরে থাকা বহু অজানা দিককে।

ও লমহে

ও লমহে

বলিউডে একসময়ের অভিনেত্রী পারভিন বাবির জীবন নিয়ে তৈরি হয়েছে এই ছবি। জানা যায়, পরভিন বাবির সঙ্গে পরিচালক মহেশ ভট্টের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে ছবিটি। বিষয়টির কথা মেনেই নেন মহেশ ভট্ট। পরভিন ববি একটা সময়ে মানসিক অবসাদে ভুগে স্কিজোফ্রেনিয়ার শিকার হন। এই ছবিতেও সেই রোগ ও অবসাদ ঘিরে এক অভিনেত্রীর জীবনের সফরকে তুলে দরা হয়।

[আরও পড়ুন:আর একটু হলে যৌন হেনস্থার শিকার হতেন জারিন! তির এই ছবির নির্মাতাদের দিকে়][আরও পড়ুন:আর একটু হলে যৌন হেনস্থার শিকার হতেন জারিন! তির এই ছবির নির্মাতাদের দিকে়]

 ডার্টি পিকচার

ডার্টি পিকচার


এক সময়ে দক্ষিণী সিনেমাজগত কাঁপানো অভিনেত্রী সিল্ক স্মিথার জীবন নিয়ে তৈরি হয় বিদ্যা বালান অভিনীত ছবি 'ডার্টি পিকচার'। ছবির ঘিরে বহু বিতর্ক ছিল। ছবিতে দেখানো হয়েছে কীভাবে একজন অভিনেত্রীকে লালসার বশবর্তী করে তাঁকে ব্যবহার করে নিয়েছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। যৌনতায় মেতে কীভাবে দিনের পর দিন বলিউডে ব্যবহৃত হন ছবির নায়িকা হতে চাওয়া মহিলারা, তাই তুলে ধরা হয়েছে ছবিতে।

ওয়ান্স আপ অন এ টাইম ইন মুম্বই

ওয়ান্স আপ অন এ টাইম ইন মুম্বই

মুম্বই একটা সময়ে কাঁপত আন্ডার ওয়ার্ল্ড জন হাজি মস্তানের নামে। জানা যায়,এই হাজি মস্তানকে নিয়েই তৈরি হয়েছে ছবি 'ওয়ান্স আপ অন এ টাইম ইন মুম্বই'। এই ছবিতে হাজির সঙ্গে এক মহিলা অভিনেত্রীর সম্পর্ক দেখানো হয়েছে। অনেকেই বলে থাকেন এই অভিনেত্রীর চরিত্রটি স্বর্ণযুগের তারকা মধুবালার থেকে অনুপ্রাণিত। বলিউড আর অন্ধকার জগতের সম্পর্ক কতটা গভীর ছিল এক সময়ে, তাইই তুলে ধরেছে এই ছবি।

জুলি ২

জুলি ২

আসন্ন ছবি 'জুলি ২' কে নিয়ে এমনিতেই সরগরম বলিউড। ছবির নায়িকা রাই লক্ষ্মী এমনিতেই নজর কেড়েছেন অনেকের। এরই মধ্যে বিতর্ক ওঠে যে দক্ষিণী অভিনেত্রী নগমার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ছবি।

হিরোইন

হিরোইন

কথায় বলে , বলিউডে সাফল্য পাওয়া শুধুমাত্র সৌভাগ্যবানদেরই জোটো! এরকম বহু নায়িকা রয়েছেন যাঁরা ব্যার্থতায় ভুগে শেষমেশ হার মেনে অবসাদে ভোগেন। এমনই এক নায়িকার জীবনের কাহিনি তুলে ধরেছে মধুর ভান্ডরগড়ের ছবি 'হিরোইন'। শোনা যায় এযুগের এক নামী অভিনেত্রীর জীবন থেকে বহু ঘটনা এই ছবির কাহিনিতে তুলে ধরা হয়।

English summary
films based on life of bollywood actresses revealed some unknown facts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X