লর্ডসে সৌরভের জার্সি নিয়ে ঐতিহাসিক মুহূর্ত এবার বলিউডের ফিল্মে ! প্রকাশিত ছবির প্রথম পোস্টার
ক্রিকেটের মক্কায় তখন চরম উত্তেজনা। গোটা স্টেডিয়াম তখন 'নেল বাইটিং' ম্যাচের রুদ্ধশ্বাস মুহূর্ত দেখতে ব্যস্ত। আর খেলোয়াড় থেকে ক্রিকেটদের দর্শকরা ততক্ষণে নিজেদের অজান্তেই এক নতুন ক্রিকেট ইতিহাসের মধ্যে ততক্ষণে ঢুকে গিয়েছেন। যে ইতিহাস সদর্পে বলতে পারে , 'এই আমার ভারত, যে ম্যাচের শেষ বল পর্যন্ত বিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে পারে।'.. 'এই আমার ভারত.. যে বিদেশের মাটিতে মাটি-কামড়ে ছিনিয়ে নিতে পারে জয়। ' সেই ইতিহাস ভিডিও বন্দি থাকলেও এবার তা উঠে আসছে বলিউডের সেলুলয়েডে।

১৩ জুলাই ২০০২
২০০২ সালের ১৩ জুলাই ভারতীয় ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এক নতুন স্পর্ধা দেখিয়েছিল গোটা বিশ্বকে। যে চোখ রাঙানির দাপটে অব্যাহত ছিল সৌরভ আমলে। ম্যাচ জিততেই ২২ গজে যখন উচ্ছ্বসিত কাইফরা, লর্ডসের বারান্দায় তখন বঙ্গসন্তান জার্সি হাতে নিয়ে ঘুরিয়ে চলেছেন.. বিপক্ষের ফ্লিন্টফকে তখন যোগ্য জবাবদিতে ব্যস্ত সৌরভ। বার্তা খানিকটা এরকম ছিল, 'তোমার মাটিতে দাঁড়িয়েও আমি জয় ছিনিয়ে মুম্বইয়ের ওয়াংখেড়ের উচ্ছ্বাসের যোগ্য জবাব দিতে পারি।'
|
'এক স্বাধীনতা সংগ্রামের গল্প'
সৌরভের ভারতের সেই ঐতিহাসির ক্রিকেট যুদ্ধের গল্প এবার ক্যামেরা বন্দি হতে চলেছে বলিউড পরিচালক অভিনব দেওর ছবি 'দুসরা'তে। তবে গোটা 'জয়' পর্বটাই এক ছোট্ট মেয়ের দৃষ্টিকোণ থেকে বর্ণিত হতে চলেছে ফিল্মে। ফিল্ম যে লড়াইকে তকমা দিয়েছে ' আরওএক স্বাধীনতা সংগ্রাম' এর।

সৌরভের ভূয়সী প্রশংসায় অভিনব
পরিচালক অভিনব দেও এযাবৎকালে 'ডেলহি বেলি ','ব্ল্যাকমেল' এর মতো ফিল্ম বলিউডকে উপহার দিয়েছেন। এবার তাঁর চোখে ধরা পড়তে চলেছে ভারতীয় ক্রিকেতট ইতিহাসের এক অনন্য় অধ্যায়। যে অধ্যায়ের সম্রাট ,স্বয়ং বঙ্গসন্তান সৌরভ। অভিনব বলছেন, ' সৌরভের হাতে শেষ হয়েছে এক জমানা, যে জমানা সহজে হাল ছেড়ে দিত, সেই অধ্যায়কে বন্ধ করে দিয়েছিলেন সৌরভ। ন্যাটওয়েস্ট ট্রফিতে সৌরভের একটি সিদ্ধান্ত গোটা ভারতীয় ক্রিকেটের ভাবনাচিন্তায় বদল এনেছে.... '
পরিচালকের দাবি, ফিল্মের ট্রেলার মুক্তিতেই খোলসা হবে, আসলে ছবিকোন বার্তা দিতে চলেছে।
[আরও পড়ুন: ভারতীয় সেনার প্রথম 'ফিল্ড মার্শাল' মানেকশর ভূমিকায় বলি-তারকা ! বলুন তো ইনি কে ]
[আরও পড়ুন:হৃতিকের বোন সুনয়নার বয়ফ্রেন্ড রুহিল বিবাহিত, রয়েছে সন্তান! বিস্ফোরক রোশন শিবির ]