বাংলাদেশের রাষ্ট্রনেতা 'বঙ্গবন্ধু'কে নিয়ে শ্যাম বেনেগালের নতুন ভাবনা!পরিচালকের সাক্ষাৎ হাসিনার সঙ্গে
এবার স্বনামধন্য পরিচালক শ্যাম বেনেগলের ভাবনায় ধরা দিতে চলেছেন বাংলাদেশের রাষ্ট্রনেতা বঙ্গবন্ধু মুজিবর রহমান। ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় আসছে নতু তথ্যচিত্র 'বঙ্গবন্ধু'।

একটি দেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে ছিল একটি জাতির বিচ্ছেদেরে কাহিনি। বাংলাদেশ আর বাঙালি,বাংলাদেশ আর ভারত , এই বিষয় ভাবনার সঙ্গে কোথাও যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে 'বঙ্গবন্ধু' মুজিবর রহমনের নামটি। যাঁর নাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে এক বাক্যে উচ্চারিত হয়। যে রাষ্ট্রনেতা দেশ স্বাধীনেতর লড়াইয়ের রাজনীতির মধ্যেই এক ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার হন । এবার সেই রাষ্ট্রনেতা মুজিবর রহমানকে নিয়ে আসছে শ্যাম বেনেগল পরিচালিত একটি তথ্যচিত্র।
[ ২০১৯ বিজয়া দশমী: অমিতাভ থেকে অক্ষয়-সুস্মিতার শুভেচ্ছায় উঠে এলো কোন বার্তা]
তথ্যচিত্র 'বঙ্গবন্ধু'র বিষয়ে আলোচনা করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন পরিচালক। এছাড়াও ছবিটি নিয়ে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে বিস্তর। জানা গিয়েছে বাংলা দেশের তরফে সমস্তরকমের সাহায্য শ্যাম বেনেগল ও তাঁর টিমকে করা হবে বলে প্রতিশ্রুতি এসেছে হাসিনা সরকারের তরফে।