For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বলিউডে মহিলা 'ডন' দের নিয়ে তৈরি এই সিনেমাগুলি হাঙ্গামা ফেলে দিয়েছে

মহিলা ডনদের নিয়েও বলিউডে বেশ কয়েকটি সিনেমা হয়েছে। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক সেগুলিই।

  • |
Google Oneindia Bengali News

বলিউড সিনেমা সবসময়ই নতুনত্বকে আপন করে নিয়েছে। বিভিন্ন সময়ে ঘটা নানা ঘটনা স্থান পেয়েছে বলিউডের গল্পকে। বলিউডকে তাই সময়ের ফ্রেম বলা যেতেই পারে। গ্যাংস্টার থেকে ডন, মাফিয়া থেকে রাজনেতা সকলের ইতিবাচক-নেতিবাচক কাহিনিই উঠে এসেছে সিনেমার পর্দায়। দাউদ থেকে শুরু করে মুম্বইয়ের ডন অরুণ গাউলিকে নিয়ে পর্যন্ত সিনেমা হয়েছে বা হচ্ছে। পাশাপাশি মহিলা ডনদের নিয়েও বলিউডে বেশ কয়েকটি সিনেমা হয়েছে। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক সেগুলিই।

হাসিনা

হাসিনা

অপূর্ব লাখিয়ার পরিচালনায় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জীবনের উপর নির্ভর করে তৈরি সিনেমা 'হাসিনা' সেপ্টেম্বরে মুক্তি পেল। এই সিনেমা নিয়ে বহু বিতর্ক দানা বেঁধেছে। দাউদের টাকায় এই সিনেমা তৈরি হয়েছে বলেও অনেকে দাবি করেছেন।

ব্যানডিট কুইন

ব্যানডিট কুইন

ডাকাতরানি ফুলনদেবীর জীবনের উপরে তৈরি ব্যানডিট কুইন সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তি পায়। শেখর কাপুর পরিচালিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে জাতীয় পুরস্কার পান সীমা বিশ্বাস।

পুতলিবাঈ

পুতলিবাঈ

চম্বলের গওহর বানোর জীবনের উপরে তৈরি পুতলিবাঈ ১৯৭২ সালে মুক্তি পায়। গওহর বানো ছিল ভারতের প্রথম মহিলা ডাকাতরানি। ১৯৫০-৫৬ সালের মধ্যে চম্বলের জঙ্গলে রাজ করেছে সে। তার চরিত্রে অভিনয় করেন জয়া মালা।

গডমাদার

গডমাদার

সন্তোকবেন জাদেজা নামে এক মহিলা মাফিয়ার ভূমিকায় গডমাদার সিনেমায় অভিনয় করেন শাবানা আজমি। আশি ও নব্বইয়ের দশকে গুজরাতের পোরবন্দরে জাদেজার দাপট ছিল। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমা একসঙ্গে ছয়টি জাতীয় পুরস্কার পায়।

ফুকরে

ফুকরে

রিচা চাড্ডা ভোলি পাঞ্জাবন ওরফে গীতা অরোরার চরিত্রে অভিনয় করেন ফুকরে সিনেমায়। দিল্লির এই মহিলা কারবারির চরিত্রে অভিনয় রিচাকে খ্যাতি এনে দিয়েছে। এই সিনেমার সিকোয়েলও মুক্তি পাবে শীঘ্রই।

English summary
Female dons in films in Bollywood; From Bandit Queen to Hasina Parker
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X