For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ি ছেড়ে শুটিং হোটেল–গেস্ট হাউসে, ফেসবুকে নিয়ম ভঙ্গের অভিযোগ ফেডারেশনের

ফেসবুকে নিয়ম ভঙ্গের অভিযোগ ফেডারেশনের

Google Oneindia Bengali News

রাজ্যে লকডাউনের মেয়াদ বেড়েছে ১৫ জুন পর্যন্ত। আর তার জেরেই সমস্যায় পড়েছে বাংলা টেলি সিরিয়ালগুলি। তবে বেশ কিছু সিরিয়াল অভিনেতা–অভিনেত্রীদের বাড়ি থেকেই শুটিং করে তা সম্প্রচার করছে। আর এতেই বেজায় চটেছে টেকনিশিয়াদের সংগঠন। বৃহস্পতিবার ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস এবং ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়ার (‌এফসিটিডব্লিউইআই)‌ ফেসবুক পেজের পোস্টে মন্তব্য করে লিখেছেন, '‌কলাকুশলীদের অন্ধকারে রেখে ধারাবাহিকের কাজ চালাতে গিয়ে কতিপয় প্রযোজক ও পরিচালক বিভিন্ন ধারাবাহিকের মান নামিয়ে ফেলছেন।’‌

বাড়ি ছেড়ে শুটিং হোটেল–গেস্ট হাউসে, ফেসবুকে নিয়ম ভঙ্গের অভিযোগ ফেডারেশনের


এ আগেও ফেডারেশনের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছিল যে বেশ কিছু সিরিয়ালে শুটিং ফ্রম হোম এই নিয়ম মানা হচ্ছে না। ভাড়া বাড়ি, হোটেল বা গেস্ট হাউজে শুটিং করা হচ্ছে। এরমধ্যে রয়েছে যমুনা ঢাকী, মিঠাই, খেলাঘর, বরণের মতো জনপ্রিয় সব সিরিয়াল। বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এদিন ফেডারেশনের ফেসবুক পেজে লেখা হয়, 'কলাকুশলীরা এই শিল্প জগতের প্রাণভোমরা। তাঁদের কুশলতা ও পরিশ্রমের ছোঁয়া না পেলে কোনও কাজই সর্বাঙ্গসুন্দর হতে পারে না। কলাকুশলীদের অন্ধকারে রেখে ধারাবাহিকের কাজ চালাতে গিয়ে তাই কতিপয় প্রযোজক ও পরিচালক বিভিন্ন ধারাবাহিকের মান নামিয়ে ফেলছেন। দর্শকরাও তাতে অত্যন্ত রুষ্ট হচ্ছেন। এই ভাবে ওইসব প্রযোজক ও পরিচালকরা এই শিল্পের ভবিষ্যতকেও বিপদের মুখে ফেলছেন, পাশাপাশি বিপদের মুখে ফেলছেন কলাকুশলীদের ন্যায্য অধিকার ও তাঁদের আত্মমর্যাদাকে। শ্রী স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে ফেডারেশন বারংবার এই ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে এবং এখনও দিয়ে চলেছে।’‌ ‌

শাহরুখ নাকি হামসকল!‌ ছবি দেখে বোকা বনে যেতে পারেন আপনিওশাহরুখ নাকি হামসকল!‌ ছবি দেখে বোকা বনে যেতে পারেন আপনিও

এ বিষয়ে ইমপার সভাপতি পিয়া সেনগুপ্তকে ফোন করা হলে তিনি জানিয়েছেন যে সিরিয়াল তাঁদের আওতার মধ্যে পড়ে না। তবে এটা সত্যি কথা ফেডারেশনের সঙ্গে ধারাবাহিকের পরিচালক–প্রযোজকদের মনোমালিন্য ও সংঘাতের ,কথা টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে।

English summary
FCTWEI posts on Facebook against shooting from home of serials
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X