For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জম্মু–কাশ্মীর দেশের বাইরে, টুইটারে ভুল ম্যাপের ছবি শেয়ার করে বিতর্কে ফারহান

জম্মু–কাশ্মীর দেশের বাইরে, টুইটারে ভুল ম্যাপের ছবি শেয়ার করে বিতর্কে ফারহান

Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অন্য বলিউড অভিনেতাদের সঙ্গে ফারহান আখতারও সরব হয়েছেন। বুধবারই তিনি টুইট করে জানিয়েছিলেন যে রাস্তায় নেমে এই সিএএ–এর বিরুদ্ধে সোচ্চার হবেন। বৃহস্পতিবার মুম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বলিউডি অভিনেতাদের প্রতিবাদ কর্মসূচী রয়েছে। যেখানে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ওপর পুলিশের বর্বরোচিত আচরণের প্রতিবাদ জানানো হবে। এতদূর পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। কিন্তু বিতর্ক শুরু হল ফারহানের পোস্টকে ঘিরে।

জম্মু–কাশ্মীর দেশের বাইরে, টুইটারে ভুল ম্যাপের ছবি শেয়ার করে বিতর্কে ফারহান


বুধবার ফারহান প্রতিবাদে সামিল হওয়ার ঘোষণা টুইটারে পোস্ট করার পাশাপাশি তিনি একটি ভারতের ম্যাপও দেন, যেখানে সিএএ ও এনআরসি শাখা বিস্তার করেছে। কিন্তু সেখানে জম্মু–কাশ্মীরকে দেশের পৃথক অংশ হিসাবে দেখানো হয়। এই পোস্টের পর অনেক টুইটার ব্যবহারকারী ম্যাপের মধ্যে অমিল খুঁজে পান এবং ফারহানকে রিটুইট করতে শুরু করেন। বিষয়টি নিয়ে জোর জল্পনা শুরু হতেই ফারহান পরিস্থিতি সামলাতে ক্ষমা চেয়ে আরও একটি টুইটে জানান যে তিনি এই ম্যাপটি তৈরি করেননি, অন্য কোথাও থেকে এই ম্যাপটি তিনি পোস্ট করেছেন। জম্মু–কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। ফারহান টুইটে বলেন, '‌১৯ ডিসেম্বর প্রতিবাদ বৈঠকের একটি মেসেজ আমি পোস্ট করেছিলাম এবং তার সঙ্গে ভারতের ম্যাপও দিয়েছিলাম। কিন্তু আমি পরে দেখি যে ভারতের ম্যাপটিতে ভুল রয়েছে। জম্মু–কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আমি এই ম্যাপটি তুলে নিচ্ছি এবং আগে সেটি দেখিনি বলে ক্ষমা চাইছি।’‌

নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে ফ্রন্ট মহারাষ্ট্রে, 'মিত্র’দের থেকে তফাতে শিবসেনা নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে ফ্রন্ট মহারাষ্ট্রে, 'মিত্র’দের থেকে তফাতে শিবসেনা

English summary
The actor also shared an image that sought to explain the ramifications of the CAA and NRC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X