বিচ্ছেদের পর ফের বিয়ে! এই বলিউড সুপারস্টার কি এপ্রিলেই সাত পাকে বাঁধা পড়ছেন
শীতের চরম ঠাণ্ডাতেও বসন্তের আবহ বলিউডে! সদ্য সম্পন্ন হয়েছে প্রিয়ঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের মত নামী অভিনেত্রীদের বিয়ের পর্ব। এরপরই নতুন বছর পড়তেই বলিউডের আরও এক ঝাঁক সেলেব্রিটির বিয়ে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ।

এরই মধ্যে শোনা যাচ্ছে, শিবানী দাণ্ডেকারের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন বলিউড তারকা ফরহান আখতার। আর সামনের এপ্রিল মাসেই সম্ভবত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই 'পাওয়ার কাপল'। শোনা যাচ্ছে , গোপনে ফরহান ও শিবানী একে অপরের সঙ্গে আংটি বদল পর্ব সেরে ফেলেছেন। এবার প্রশ্ন , উঠছে কবে তাঁরা বিয়ের পর্ব সারতে চলেছেন। শোনা যাচ্ছে, আগামী এপ্রিল মাসের মধ্যে বিয়ে করতে চলেছেন এই তারকা।

ফরহানের ঘনিষ্ঠ মহলের খবর, এই তারকা দম্পতি এবার তাঁদের সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী । উল্লেখ্য, ফারহান আখতারের বিবাহচ্ছেদের পর একাধিক বলিউড নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ফরহান আখতার। তারপর শিবানীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে। আর এবার তাঁদের বিয়ের কথা নিয়ে মশগুল বলিউড।