ফারহানের দ্বিতীয় বিয়েতে যাবেন না বোন ফারহা! কেন জানেন
ফিল্মমেকার ফারহান আখতার ও ফারহান খান মাসতুতো ভাইবোন। একথা অনেকেরই জানা! তবে সাম্প্রতিক কিছু ঘটনাক্রমে দুই 'তুতো' ভাইবোনের সম্পর্ক বেশ খানিকটা তলানিতে গিয়ে ঠেকেছে। যার সূত্রপাত বলিউডের 'মিটু বিতর্ক'!

ফারহানর নিজের ভাই সাজিদের বিরুদ্ধে বেশ কয়েকমাস ধরে একাধিক মহিলা যৌন হেনস্থার অভিযোগ তুলছিলেন। যে ঘটনার জেরে ক্রমেই কোণঠাসা হয়ে পড়েন সাজিদ খান। এরপরই মাসতুতো ভাই সাজিদের বিরুদ্ধে চুইটারে বিষোদ্গার করেন ফারহান। তিনি জানান , সাজিদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি পড়ে তাঁর রীতিমত খারাপ লাগছে। এদিকে, ভাই সাজিদের বিরুদ্ধে ফারহানের এমন মন্তব্য কিছুতেই মেনে নিতে পারেননি ফারহা। তাও আবার সোশ্যাল মিডিয়ায় ফারহান মুখ খোলায় ক্ষোভ বেড়ে যায় ফারহার।
এরপরই ফারহানের সঙ্গে শিবানী ডান্ডেকরের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। এবার শোনা যাচ্ছে,ফারহানের দ্বিতীয় বিয়েতে উপস্থিত থাকবেন না ফারহা। ফারহানের দিদি জোয়া ও ফারহানকে নিয়ে এবার রীতিমত ক্ষিপ্ত 'তুতো' বোন ফারহান।