For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাজল ম্যাম জড়িয়ে ধরেছিলেন !' জাতীয় পুরস্কার জেতার পর বিশেষ সাক্ষাৎকারে আরও যা বললেন ঋদ্ধি

ক্রমাগত আসছে একের পর এক ফোন। কখনও আসছে শুভেচ্ছা বার্তা আবার কখনও আসছে প্রতিক্রিয়া চেয়ে মিডিয়ার ফোন।তারই মধ্যে চলছে শ্যুটিং-এর কাজ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান জেতার পর এই মুহুর্ত

  • |
Google Oneindia Bengali News

ক্রমাগত আসছে একের পর এক ফোন। কখনও আসছে শুভেচ্ছা বার্তা আবার কখনও আসছে প্রতিক্রিয়া চেয়ে মিডিয়ার ফোন। তারই মধ্যে চলছে শ্যুটিং-এর কাজ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান জেতার পর এই মুহুর্তে বাংলা চলচ্চিত্র মহলে 'ম্যান অফ দ্য মোমেন্ট' অভিনেতা ঋদ্ধি সেন। ৬৫ তম জাতীয় পুরস্কাররের ঘোষণার সময় যাঁর ভূয়সী প্রশংসা করেন স্বনামধন্য পরিচালক শেখর কাপুর। এদিন, যাবতীয় ব্যস্ততার মধ্যেই তিনি কথা বললেন 'ওয়ানইন্ডিয়া বেঙ্গলি' -র সঙ্গে। এক্সক্লুসিভ এই সাক্ষাৎকারে ঋদ্ধি কী বললেন দেখে নেওয়া যাক।

ওয়ানইন্ডিয়া: প্রথমেই তোমায় অভিনন্দন ঋদ্ধি! এরকম একটা সম্মান পাওয়া নিয়ে কী বলবে?

ওয়ানইন্ডিয়া: প্রথমেই তোমায় অভিনন্দন ঋদ্ধি! এরকম একটা সম্মান পাওয়া নিয়ে কী বলবে?

ঋদ্ধি:আমি সত্যিই ভাবতে পারিছ না! আমি কখনও ভাবিওনি যে এটা পাব। 'আই অ্যাম রিয়্যালি থ্যাঙ্কফুল টু দ্য জুরি'। তাঁরা (জুরি সদস্যরা) এরকম একটা ছবিকে(নগরকীর্তন) বিশেষ জুরি সম্মানে সম্মানিত করেছেন পাশাপাশি আমাকে সেরা অভিনেতা হিসাবে বেছে নিয়েছেন,.. আমি সত্যিই আল্পুত!

ওয়ানইন্ডিয়া: এই সম্মান এবং ছবি নিয়ে বিশেষ কারো কথা মনে পড়ছে ?

ওয়ানইন্ডিয়া: এই সম্মান এবং ছবি নিয়ে বিশেষ কারো কথা মনে পড়ছে ?

ঋদ্ধি: ক্রেডিটটা আমার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের। কৌশিক কাকু যদি এই চরিত্রটা নিয়ে আমাকে না ভাবতেন , বা আমাকে যদি এই সাপোর্টটা না দিতেন, তাহলে কখনও এটা হতে পারত না। আর অভিনেতা হিসাবে আমি যা অ্যাচিভ করতে পেরেছি , তা শুধুমাত্র আমার মা রেশমী সেনের জন্য। আমাকে অভিনয়ের দিকে আরও বেশি এগিয়ে দেওয়ার নেপথ্যে রয়েছেন আমার মা। এই পাওনায় তাঁর অবদান পুরোটাই।

ওয়ানইন্ডিয়া:শেখর কাপুরের কাছ থেকে এরকম একটা প্রশংসা পেয়েছ, কেমন লাগছে?

ওয়ানইন্ডিয়া:শেখর কাপুরের কাছ থেকে এরকম একটা প্রশংসা পেয়েছ, কেমন লাগছে?

ঋদ্ধি: (হাসি) আমি আসলে একটু লাজুক! আমি.. আমার সত্যিই কিছু বলার নেই.. (আবার হেসে),তবে তিনি এরকম একটা জিনিস বলেছেন,... আমি সত্যিই কৃতজ্ঞ, এবং আমি আরও চেষ্টা করব যাতে আরও ভালো কাজ করা যায় আগামী দিনে।

 ওয়ানইন্ডিয়া: 'দশ বছরে এরকম অভিনেতা দেখা যায়নি', শেখর কাপুরের এই বক্তব্যকে কীভাবে দেখছ?

ওয়ানইন্ডিয়া: 'দশ বছরে এরকম অভিনেতা দেখা যায়নি', শেখর কাপুরের এই বক্তব্যকে কীভাবে দেখছ?

ঋদ্ধি: না না..(হেসে ফেলে)! অনেকেই প্রচুর ভালো অভিনয় করেছেন, সেখানে আমি কিছুই নই। আমি সবথেকে যেটা নিয়ে খুশি যে, আমি যেটা সবচেয়ে পছন্দ করি এখনও আমি সেই কাজটাই করছি, মানে এখনও রয়েছি একটা ফিল্মের শ্যুটিং -এ!.. তো.. এই সম্মান প্রাপ্তির সঙ্গে সঙ্গে পছন্দের কাজের মধ্যে থাকাটাও বেশ আনন্দের। আরও ভালো করে যাতে পরের 'শট' টা দিতে পারি ,সেটা নিয়েই এখন বেশি এক্সাইটেড আমি!

 ওয়ানইন্ডিয়া: এখন তুমি কোন ফিল্মের সেট-এ ?

ওয়ানইন্ডিয়া: এখন তুমি কোন ফিল্মের সেট-এ ?

ঋদ্ধি: এখন আমি প্রদীপ সরকারের পরবর্তী ছবির সেট-এ রয়েছি। কাজল ম্য়াম ও রয়েছেন এই ফিল্মে।

ওয়ানইন্ডিয়া: তো সেট- এ আজকে কীরকম সেলিব্রেশনের মেজাজ?

ওয়ানইন্ডিয়া: তো সেট- এ আজকে কীরকম সেলিব্রেশনের মেজাজ?

ঋদ্ধি: সেট-এ প্রদীপদা সমেত সকলেই উচ্ছসিত। ইতিমধ্যেই প্রদীপদা উচ্ছসিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন । কাজল ম্য়ামও খুব খুশি।

ওয়ানইন্ডিয়া: কাজল কী বললেন?

ওয়ানইন্ডিয়া: কাজল কী বললেন?

ঋদ্ধি: উনি খুব খুশি। আমাকে ডেকে জড়িয়ে ধরেছিলেন তিনি। তিনি জড়িয়ে ধরেই বলেন, 'এই বয়সে যা পেয়েছ তা আশাতীত'। তবে আমি এখন এই ছবিটায় আরও ভালো কাজ করার দিকে ফোকাস করছি।

ওয়ানইন্ডিয়া:ফিরে আসছি 'নগরকীর্তন'-এ, এই ছবি নিয়ে তোমর হোমওয়ার্ক কেমন ছিল?

ওয়ানইন্ডিয়া:ফিরে আসছি 'নগরকীর্তন'-এ, এই ছবি নিয়ে তোমর হোমওয়ার্ক কেমন ছিল?

ঋদ্ধি: আসলে ছবিটা শ্যুটিং হওয়ার কথা ছিল অনেকদিন আগে। তাই সেটা নিয়ে মানসিকভাবে একটা প্রিপারেশন ছিল, তবে একটা বিশেষ কারণে পিছিয়ে গিয়েছিল শ্যুটিং। তবে ছবিটা পিছিয়ে গেলেও , আমি নিজের মতো করে প্রস্তুতিটা নিয়েই যাচ্ছিলাম। কৌশিক কাকু বলেছিলেন, 'এই ছবি আমি বানাবই, কেউ আটকাতে পারবে না আমাকে।' তাই আমি ঠিক করেছিলাম , যবেই শ্য়ুটিং হোক , আমি আমার মতো করে প্রস্তুতি নিয়ে যাব। বিভিন্ন বৃহন্নলাদের সঙ্গে দেখা করে কথা বলা থেকে আরও অনেক কিছুদিককে রেখেছিলাম নিজের হোমওয়ার্কের মধ্যে।

 ওয়ানইন্ডিয়া: কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের এই ছবির স্ক্রিপ্ট নিয়ে কী বলবে?

ওয়ানইন্ডিয়া: কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের এই ছবির স্ক্রিপ্ট নিয়ে কী বলবে?

ঋদ্ধি: স্ক্রিপ্টটা নিঃসন্দেহে একটা বড় উপাদান। যেকোনও অভিনেতার জন্যই স্ক্রিপ্ট হল বাইবেল। সুতরাং সেই স্ক্রিপটটাই এত সুন্দর করে কেরেছে কৌশিক কাকু ..যে আর কিছু ভাবতে হয়নি।

ওয়ানইন্ডিয়া: আগামী প্রজেক্টগুলো নিয়ে যদি কিছু বল?

ওয়ানইন্ডিয়া: আগামী প্রজেক্টগুলো নিয়ে যদি কিছু বল?

ঋদ্ধি:এখন হাতে প্রদীপ সরকারের ছবি রয়েছে । শ্যুটিং চলছে । এছাড়াও 'নগরকীর্তন'-এর মুক্তির জন্যও অপেক্ষা করে আছি। কেননা সাধারণ মানুষ যতক্ষণ না দেখছেন সেটার থেকে বড় কিছু হয় না।

ওয়ানইন্ডিয়া: আজ সেলিব্রেশন নিয়ে কোনও স্পেশ্যাল প্ল্যান রয়েছে ?

ওয়ানইন্ডিয়া: আজ সেলিব্রেশন নিয়ে কোনও স্পেশ্যাল প্ল্যান রয়েছে ?

ঋদ্ধি: একটাই প্ল্যান, ফোনে বাবা মায়ের সঙ্গে অনেকক্ষণ ধরে কনফারেন্সে কথা বলা! এর থেকে ভালো কিছু হতে পারে না। এবং আমারা খুব কাছের বন্ধু বান্ধব, চেনা পরিচিত ,বড়রা সবাই ফোন করে শুধু আশীর্বাদই দিচ্ছেন না, তাঁরা প্রত্যেকে খুবই খুশি হয়েছেন। তাঁরা সকলেই বলছেন 'আমরা সবাই খুব খুশি হয়েছি।'

ওয়ান ইন্ডিয়ার সঙ্গে এত ব্যস্ততার মধ্যেও কথা বলার জন্য অনেক ধন্যবাদ ঋদ্ধি। আগামী দিনের জন্য় অনেক শুভেচ্ছা রইল। ভালো থেকো।

ঋদ্ধি:ধন্যবাদ

English summary
Exclusive Interview Of National Award Winner Riddhi Sen, Who named as Best Actor for 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X