• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দুর্গাপুজো ২০২০: আসর মাতাতে জিৎ-আবির-রুক্মিনী কোমর দোলালেন ঢাকের তালে! ভিডিও ভাইরাল

  • |

প্রতি বছর পুজোর মতো এবছরের পুজোর আবহ নয়। বাঙালির প্রাণের উৎসবের ঠিক আগে কাউন্টডাউন ঘিরে যে চেনা হইচইয়ের আমেজ থাকে তাতে জল ঢেলেছে করোনাসুর। আর তার জেরেই পুজোর আগের চেনা ছবি রাস্তা ঘাটে দেখা যাচ্ছে না। তবে পুজোর মেজাজে মানুষকে চেনা আমেজ ফিরিয়ে দিতে পিছপা নয় টলিউড।

দুর্গাপুজো ২০২০: আসর মাতাতে জিৎ-আবির-রুক্মিনী কোমর দোলালেন ঢাকের তালে! ভিডিও ভাইরাল

প্রসঙ্গত ,প্রতি বছরই পুজোর আগে কোনও না কোনও বাংলা ছবিতে পুজোর স্পেশ্যাল নাচের দৃশ্য দেখা যায়। এযাবৎকাল দেব, অঙ্কুশদের দেখা গিয়েছে পুজোরনাচে। এবার অভিনেতা জিতের সঙ্গে কোমর মেলালেন আবির চট্টোপাধ্যায়। নায়কের ভূমিকা বাদে গোয়েন্দা চরিত্রে আবিরকে বেশি সময় ধরে দেখে অভ্যস্ত বাঙালি। আর বাঙালি ললনাদের হার্টথ্রব সেই আবির এবার রীতিমতো ধুতি পাঞ্জাবি পরে জমজমাট দুর্গাপুজোর নাচের আসরে।

জিৎ, আবির, রুক্মিনী অভিনীত 'সুৎজারল্যান্ড' ছবির গান 'ঢাক বাজা , কোমর নাচা'। আর এই গানের ভিডিও এদিন মুক্তি পেতেই তা ইন্টারনেটে সাড়া ফেলে দেয়। দুই তারকা অভিনেতার সঙ্গে চেনা মেজাজে পাল্লা দিয়ে নাচলেন রুক্মিনী। তবে গোটা ভিডিওর লাইমলাইট কেড়েছেন জিৎ।

English summary
Durga Puja Bengali film song 2020, Jeet dances with Rukmini and Abir , video goes viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X