কাশ্মীরি অক্ষয়! ছবি ঘিরে কেন সোশ্যাল মিডিয়া তোলপাড় জানেন
হুবহু যেন অক্ষয় কুমার! একনজরে কেউ দেখলে তাঁর সঙ্গে আর 'মিশন মঙ্গল' স্টারের মুখের আদলের তফাৎ করতে পারবেন না অনেকেই। ঠোঁক বাঁকানো হাসি, সেই নাকের আদল, সবমিলিয়ে কাশ্মীরের মাজিদ মীরকে নিয়ে আপাতত শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।

(ছবি সৌজন্য: সোশ্যাল মিডিয়া)
কাশ্মীরের মাজিদ মীর ভারতীয় ক্রিকেট তারকা সুনীল গাভাস্কারের চরম ভক্ত। আর সেই ক্রিকেট ফ্যানের সঙ্গে এক ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় আসে। নেটিজেনরা মুহূর্তে হামিদের সঙ্গে অক্ষয়ের ছবির মিল পেয়ে যান। শুরু হয়ে যায় তোলপাড়।
Akshay Kumar on the sets of biopic of legendary cricket umpire Simon Tuafel. https://t.co/8s5PAQZrJC
— Neeche Se Topper (@NeecheSeTopper) August 28, 2019
অনেকেই মজা করে মন্তব্য করেছেন, এই ছবি নির্ঘাত ফটোশপ করেই করা! অনেকেরই দাবি গোটা ছবিটিতে মাজিদ যেন অক্ষয়ের যমজ ভাইয়ের মতো লাগছেন! তবে এভাবে দুই ভিন্ন ব্যক্তিত্বের এমন মুখের মিল দেখে স্তম্ভিত নেট দুনিয়া।